January 10, 2025, 11:32 pm

সংবাদ শিরোনাম
জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায়

তানোর থানার গোপন সংবাদের ভিত্তিতে১১(এগার) লিটার চোলাইমদসহ০৩(তিন) জোন আসামী গ্রেফতার

 আএসর,সোহেল রানা,তানোর(রাজশাহী)তানোর,প্রতিনিধিঃ
রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম হোসেন, বিপিএম(বার) ও আতিঃপুলিশ সুপার সনাতন চক্রবর্তী,(ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার আফিসার কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানাকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাদকের বিরুদ্ধে অভিযানে।
 রাজশাহী জেলার পুলিশ সুপার, জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, জনাব সনাতন চক্রবর্তী (ক্রাইম & অপস), রাজশাহী মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল, জনাব মোঃ আসাদুজ্জামান ও তানোর থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ কামরুজ্জামান মিয়া এর নেতৃত্বে  গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ইং ২৬/০৫/২০২২ তারিখ তানোর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে
এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় তানোর থানাধীন ১নং কলমা ইউনিয়স্থ নলপুকুরিয়া গ্রাম থেকে ১১(এগার) লিটার চোলাইমদসহ ১. মোঃ বাদল(৪১), পিতা-মোঃ হেফাজ মন্ডল , থানা- তানোর, জেলা -রাজশাহী,  ২.  মোঃ ইব্রাহি
ম মন্ডল(৪৫), পিতা- মৃত আহাদ বক্স মন্ডল উভয় সাং- নলপুকুরিয়া, থানা- তানোর, জেলা -রাজশাহী, ৩. শ্রী অমল কুমার সরকার(৫৫), পিতা- মৃত ধরণীধর সরকার , গ্রাম- বড় মুল্লুক, থানা- মান্দা, জেলা-নওগাঁদেরকে গ্রেফতার করে। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-৩৪, তারিখ-২৬/০৫/২০২২ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ রুজু করা হয়।  গ্রেফতারকৃত ০৩(তিন) আসামীকে অদ্য ইং ২৭/০৫/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
 উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ বাদল (৪১), পিতা-মোঃ হেফাজ মন্ডল , থানা- তানোর, জেলা -রাজশাহী,  একজন তালিকা ভুক্ত মাদক লিষ্টের আসামী যাহা জেলা তালিকার ক্রমিক নং-১৮৭ এবং তানোর থানার মাদক তালিকার ক্রমিক নং-১৪, বিট নং-০৩ কলমা ইউনিয়ন।
Share Button

     এ জাতীয় আরো খবর