July 1, 2024, 10:51 am

সংবাদ শিরোনাম
শার্শায় এইসএসসি ও আলিম পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত- ৪৬ ১ জুলাই কাজী জাফর আহমদ এর ৮৫তম জন্মবার্ষিকী বন্যার্ত আশ্রয় কেন্দ্রে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ বিশ্ব যোগ দিবস ২০২৪ পালিত কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী

তানোর থানার গোপন সংবাদের ভিত্তিতে১১(এগার) লিটার চোলাইমদসহ০৩(তিন) জোন আসামী গ্রেফতার

 আএসর,সোহেল রানা,তানোর(রাজশাহী)তানোর,প্রতিনিধিঃ
রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম হোসেন, বিপিএম(বার) ও আতিঃপুলিশ সুপার সনাতন চক্রবর্তী,(ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারী পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার আফিসার কামরুজ্জামান মিয়ার নেতৃত্বে তানোর থানাকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে মাদকের বিরুদ্ধে অভিযানে।
 রাজশাহী জেলার পুলিশ সুপার, জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার), রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, জনাব সনাতন চক্রবর্তী (ক্রাইম & অপস), রাজশাহী মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, গোদাগাড়ী সার্কেল, জনাব মোঃ আসাদুজ্জামান ও তানোর থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ কামরুজ্জামান মিয়া এর নেতৃত্বে  গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ইং ২৬/০৫/২০২২ তারিখ তানোর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে
এসআই (নিঃ) মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় তানোর থানাধীন ১নং কলমা ইউনিয়স্থ নলপুকুরিয়া গ্রাম থেকে ১১(এগার) লিটার চোলাইমদসহ ১. মোঃ বাদল(৪১), পিতা-মোঃ হেফাজ মন্ডল , থানা- তানোর, জেলা -রাজশাহী,  ২.  মোঃ ইব্রাহি
ম মন্ডল(৪৫), পিতা- মৃত আহাদ বক্স মন্ডল উভয় সাং- নলপুকুরিয়া, থানা- তানোর, জেলা -রাজশাহী, ৩. শ্রী অমল কুমার সরকার(৫৫), পিতা- মৃত ধরণীধর সরকার , গ্রাম- বড় মুল্লুক, থানা- মান্দা, জেলা-নওগাঁদেরকে গ্রেফতার করে। এ সংক্রান্তে তানোর থানার মামলা নং-৩৪, তারিখ-২৬/০৫/২০২২ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৪(খ)/৪১ রুজু করা হয়।  গ্রেফতারকৃত ০৩(তিন) আসামীকে অদ্য ইং ২৭/০৫/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
 উল্লেখ্য যে, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ বাদল (৪১), পিতা-মোঃ হেফাজ মন্ডল , থানা- তানোর, জেলা -রাজশাহী,  একজন তালিকা ভুক্ত মাদক লিষ্টের আসামী যাহা জেলা তালিকার ক্রমিক নং-১৮৭ এবং তানোর থানার মাদক তালিকার ক্রমিক নং-১৪, বিট নং-০৩ কলমা ইউনিয়ন।
Share Button

     এ জাতীয় আরো খবর