October 6, 2024, 3:24 pm

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

মধুপুরের মহিষমারা ইউপি নির্বাচনকে ঘিরে নৌকার বিশাল কর্মী সভা

 

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২৫ মে বুধবার বিকেলে আশ্রা বাজারে নৌকার প্রার্থী কাজী মোতালেব হোসেনের এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে আশ্রা বাজারের কর্মী সভা এক বিশাল জনসভায় পরিনত হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ ২নং মহিষমারা ইউনিয়ন শাখার উদ্দ্যোগে উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ ওলামা লীগের সহ-সভাপতি শাইখুল মাসায়েখ আলহাজ্ব মাওলানা আবু হানিফ মধুপুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি। প্রধান বক্তার বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু বলেন- যারা দলের নির্দেশ না মেনে বিদ্রোহী প্রার্থী হবেন তাদের আওয়ামী লীগের আর কোন দিনও জায়গা হবেনা। তিনি আরও জানান- অতীতের দিকে তাকিয়ে দেখুন, যারাই দলের বাহিরে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছে তাদের অবস্থা পিতৃহীন এতিমের মতই হয়েছে। আওয়ামী লীগের ছায়ার তলে থেকে আওয়ামী লীগের নির্দেশনা মানবেন না,এমন নেতাকর্মী আওয়ামীলীগের দরকার নেই। তিনি ১৫জুন ইউপি নির্বাচনে নৌকা বাওয়া  নৌকার প্রার্থী কাজী মোতালেব হোসেনের সাথে থেকে নির্বাচনে সহযোগিতা করার জন্য  বিদ্রোহী প্রার্থী মহিরকে নির্দেশ দেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মীর ফরহাদুল আলম মনি, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা খান বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মহিলা ভাইস চেয়ারম্যান ষষ্ঠীনা নকরেক সহ যুবলীগ ছাত্রলীগ এবং  অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ  সহ প্রায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খন্দকার শামছুল আরেফীন শরীফ
Share Button

     এ জাতীয় আরো খবর