December 23, 2024, 9:54 pm

সংবাদ শিরোনাম
ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম

গাইবান্ধায় নির্বাচনী সহিংসতা মামলা: অন্যায়ভাবে নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করায় মানববন্ধন

রিয়ন ইসলাম গাইবান্ধা প্রতিনিধি
২০২১ সালের ১৬ ই জানুয়ারি গাইবান্ধা পৌরসভা নির্বাচনে সহিংসতা মামলায় যুবলীগ নেতা সোহেল সহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে শহরের ৯ নং ওয়ার্ডের পূর্ব কোমরনই কেন্দ্রে ভোট গণনাকে কেন্দ্র করে ভোট কেন্দ্রের আশপাশের উৎসুক জনতা ও প্রশাসনের মধ্যে নির্বাচনী সহিংসতার ঘটনায় পুলিশ কর্তৃক দায়েরকৃত মামলার এজাহারে নাম না থাকা সত্বেও যুবলীগের অন্যতম নেতা খান মো: আমির হোসেন সোহেল সহ পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে চার্জশিটে নাম অর্ন্তভূক্তির প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) সকালে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামন থেকে ১নং ট্রাফিক মোড় পর্যন্ত রাস্তার দুই পাশে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা যুবলীগ সভাপতি সরদার সাইদ হাসান লোটন, সদর উপজেলা যুবলীগ আহবায়ক আবু বকর কাজল, যুগ্ন আহবায়ক মুকুল মিয়া, যুবলীগ নেতাদের মধ্যে রেজাউল করিম রেজা, শহিদুল ইসলাম মঞ্জু, কামনাশীষ দেব বুলেট, সঞ্জীব বিশ্বাস বড়ুয়া, তানভীর রায়হান তুহিন, রাহাত মাহমুদ রনি, রেজাউল্লাহ সরকার রুবেল, মোবাশ্বের আহমেদ, ফাহিম ইসলাম দীপ, ছাত্রলীগ নেতা মুন্না বিল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা যুবলীগ নেতা জান্নাতুল ফেরদৌস কাকন। মানববন্ধনে প্রায় কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
এসময় বক্তারা গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের দৃষ্টি আকর্ষন করে প্রশাসনকে তদন্ত করে নির্দোষকৃত দলীয় কর্মীদের নাম চার্জশিট থেকে বাতিলের দাবী জানান ও নতুন করে দোষী ব্যাক্তিদের চার্জশিটে নাম অন্তর্ভুক্তির কথা বলেন। অন্যথায় হরতাল-অবরোধ সহ কঠোর কর্মসূচী গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
Attachments area
Share Button

     এ জাতীয় আরো খবর