September 21, 2024, 8:09 pm

সংবাদ শিরোনাম
কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে বিদ‌্যুৎস্পৃষ্টএক যুব‌কের মৃত্যু যশোরে বালিচাপা অবস্থায় প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার কুড়িগ্রামের রাজিবপুরে ৪০ পিস ইয়াবা ও ১ টি ভ্যান জব্দসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার জয়পুরহাটের ক্ষেতলালে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা

আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে: ওবায়দুল কাদের

আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে: ওবায়দুল কাদের

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিলে দল রাজনীতিক হিসেবে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শনিবার কুমিল্লার শাসনগাছায় রেল ওভারপাস নির্মাণ কাজ পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এ কথা বলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচনের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজগুলো চলবে নির্বাচন কমিশনের অধীনে। শেখ হাসিনা সরকারের অধীনে এগুলো থাকবে না। কাজেই তারা ভয় পাচ্ছে কেন, তাদের তো নির্বাচনে আসতে হবে। না আসলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। রাজনীতিক দল হিসেবে তারা নিবন্ধনও হারিয়ে ফেলবে নেক্সট ইলেকশানে না আসলে। সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও তেমনি নির্বাচন হবে বলে মন্তব্য করেন কাদের। নির্বাচনকালীন সরকার একটু ছোট আকারের হবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকার রুটিন ওয়ার্ক করবে। নির্বাচনের মূল দায়িত্বটা নির্বাচন কমিশন করবে। নির্বাচন সংক্রান্ত যতগুলো সংস্থা আছে সবগুলো নির্বাচন কমিশনের অধীনেই থাকবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোট বর্জন করেছিল বিএনপি। এবারও একই দাবিতে অনড় রয়েছে দলটি। পরপর দুইবার নির্বাচনে না এলে দলের নিবন্ধন বাতিল হওয়ার বিধান রয়েছে। এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ সড়ক ও জনপথের কর্মকর্তা উপস্থিত ছিলেন। ২০১৩ সালের ১ জুলাই শাসনগাছায় এই রেল ওভারপাসের কাজ শুরু হয়। ২০১৮ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। ৬৩১ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্য এবং ৮ দশমিক ৯০ মিটার প্রস্থের এই ওভারপাসের প্রায় ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে বলে সংশ্লিষ্টা জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর