December 25, 2024, 12:36 pm

সংবাদ শিরোনাম
বেনাপোল থেকে শুভ উদ্বোধন হলো রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নবজাতককে পাওয়া গেল রাস্তার পাশে ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মানুষ এখন পরিবর্তন চায়: এরশাদ

মানুষ এখন পরিবর্তন চায়: এরশাদ

ডিটেকটিভ নিউজ ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ¦ হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, কলকারখানা নাই, ঘুষ ছাড়া চাকুরী নাই, ৬০টাকা চালের দাম, সংসার চলবে কেমনে মানুষের। মানুষ এখন চায় পরিবর্তন। গতকাল শনিবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জে পুরাতন শহীদ মিনার মোড়ে জাতীয় পার্টি আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তারা কি করেছে মানুষ জানে। কিন্তু আমি ক্ষমতায় থাকাকালে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তখন মানুষ ভালো ছিল। ঘুষ এবং দুনীর্তির কারণে দেশের মানুষ ভালো নেই। এ সবের বিরুদ্ধে কথা বললে গুম করা হচ্ছে। আগামী সংসদ নির্বাচনে সংবিধানের আলোকে নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, তত্বাবধায়ক সরকার আমরা বিশ্বাস করিনা। তত্বাবধায়ক সরকার আমাদের প্রতি সুবিচার করে নাই। সংবিধানের আলোকেই আগামি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামি জাতীয় সংসদ নির্বাচনে ৩’শ আসনে প্রার্থী দেয়ার ঘোষনা আবারও দিয়ে তিনি বলেন, সব আসনেই আমাদের প্রার্থী থাকবে। আগামী ৮ই ফেব্রুয়ারী খালেদা জিয়ার রায় নিয়ে দেশে যে অবস্থা চলছে সে প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, আগে রায় হোক তারপর দেখা যাবে। তবে তিনি বলেন, জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় দল। সংঘাত, বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোসহ জ¦ালাও পোড়াও বিশ্বাস করেনা এই পার্টি। জাতীয় পার্টিকে নির্বাচনমুখী দল হিসেবে উল্লেখ করে এরশাদ বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন করা যায়। তিনি বলেন, জেলে থেকেও তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। তাই আগামি নির্বাচনেও যেভাবেই হোক জাতীয় পার্টি অংশ নেবে এবং ৩’শ আসনেই প্রার্থী রয়েছে তাদের। বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মোঃ নিজামুদ্দৌলা মতির সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেল, বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শাহীনুর ইসলাম, পঞ্চগড় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবু সালেক প্রমুখ। এর আগে, গতকাল শনিবার সকাল ১১টায় চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরের বাহাদুরবাজার চত্বরে চিরিরবন্দর ও খানসামা উপজেলা জাতীয়পার্টির আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, আগামীতে জাতীয়পার্টি ক্ষমতায় আসলে দেশে দুঃশাসন নয়, সুশাসন প্রতিষ্ঠিত করা হবে। জাতীয়পার্টির নেতাকর্মীদের ওপর দীর্ঘ ৬ বছর অনেক অন্যায়, অত্যাচার ও নির্যাতন চালানো হয়েছে। তারপরেও দেশের মানুষের আস্থা ও ভালোবাসায় জাতীয় পার্টি এখনো টিকে আছে এবং ঠিক আছে। আমরা ক্ষমতায় চালের মূল্য কমবে। প্রতিটি নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা হবে। আমাকে অর্থাৎ জাতীয়পার্টিকে ভোট দিলে অবস্থার পরিবর্তন করা হবে। এ সময় তিনি আরো বলেন, যুব সমাজ আজ অন্ধকারে। বর্তমানে সরকারি চাকুরিতে অনেক টাকা লাগে। টাকা ছাড়া কোন চাকুরি নেই। মানুষ এখন শান্তিতেও ঘুমাতে পারে না। কিন্তু আমার সরকারের সময় মানুষ শান্তিতে ঘুমাতে পারতো। উত্তরাঞ্চলে কোন কলকারখানা নেই। উত্তরাঞ্চলের মানুষ উন্নয়ন থেকে আজও অবহেলিত। এ অঞ্চলের প্রতি সরকারের কোন সুদৃষ্টি নেই। কিভাবে ক্ষমতায় থাকা যায় তা নিয়েই সরকার এখন ব্যস্ত। সভায় চিরিরবন্দর উপজেলা জাতীয়পার্টির উপদেষ্টা আলহাজ¦ সেকেন্দার আলীর সভাপতিত্বে উপজেলা জাতীয়পার্টির সভাপতি মো. আবদুল ওয়াজেদ মাষ্টার, সহ-সভাপতি ওয়াজেদ আলী, যুগ্ম সম্পাদক হায়দার আলী শাহ্ প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার এল জি আর ডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, জাতীয়পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তাফা, দিনাজপুর জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল, জেলা কমিটির সাংগাঠনিক সম্পাদক ও খানসামা উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব আবদুল আলীম হাওলাদার, জেলা জাতীয় কৃষকপার্টির সম্পাদক আছিউর রহমান, চিরিরবন্দর উপজেলা জাতীয়পার্টির সহ-সভাপতি আবদুল মান্নান, সম্পাদক নুরুল আমিন সরকার, যুগ্ম সম্পাদক ডা. শাহ্ আলম, সাংগাঠনিক সম্পাদক শাহীনুর আলম, খানসামা উপজেলা জাতীয়পার্টির আহ্বায়ক মোনাজাত চৌধুরী মিলনসহ স্থানীয় জাতীয়পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর