June 30, 2024, 12:44 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

র‍্যাব-৫, রাজশাহীর চলমান অভিযানে মাদকদ্রব্য হেরোইন উদ্ধার’ ০১ মাদক কারবারিকে গ্রেফতার

এস আর,সোহেল রানা(রাজশাহী)তানোর,প্রতিনিধিঃ
 র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিকে সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত ভাবে সফলতার সহিত জঙ্গী, সস্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, পর্নোগ্রাফি, প্রতারক চক্র, হ্যাকার, ছিনতাইকারী, কালোবাজারী, আন্তঃজেলা চোর চক্র’সহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এর’ই ধারাবাহিকতায় অদ্য রবিবার (২২ মে ২০২২ ইং) তারিখ বেলা ২-টা ৪৫ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় অপারেশন পরিচালনা করে যথাক্রমে, (ক) হেরোইন-৩৭৩ গ্রাম, (খ) মোবাইল ফোন- ০২ টি, (গ) সীমকার্ড- ০৪-টি, (ঘ) নগদ= ২০০/- (দুইশত) টাকা উদ্ধারমূলে জব্দ করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ আবু সাঈদ @ হেলেন (২২), পিতা- মৃত হেলাল উদ্দিন, সাং- প্রেমতলী কাঠালবাড়ীয়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারেন যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিজয়নগর গ্রামস্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ হাইওয়ে রোড সংলগ্ন জনৈক ইদু চেয়ারম্যান এর বন্ধ জুট মিলের সামনে দক্ষিণ পার্শ্বে পাঁকা রাস্তার ধারে ০১ জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে বলে সংবাদ আসে।
উক্ত সংবাদ পাওয়া মাত্রই ২২/০৫/২০২২ তারিখ ১৪.৪৫ ঘটিকায় ঘটনাস্থল জনৈক ইদু চেয়ারম্যানের বন্ধ জুট মিলের সামনে দক্ষিণ পার্শ্বের পাঁকা রাস্তার ধারে নিম গাছের নিচে ০১ জন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই আটক করা হয়। এ ঘটনায় আটককৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, এর ৩৬ (১) সারণী ৮(গ)  ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে মাদকদ্রব্য হেরোইন উদ্ধার তথা ০১ জন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (২২ মে, ২০২২ ইং) তারিখ সন্ধ্যা ৭-টা ২৩ ঘটিকায় র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান রেখেছেন।
Share Button

     এ জাতীয় আরো খবর