January 9, 2025, 9:21 am

সংবাদ শিরোনাম
হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত

শরীয়তপুরে আশংকা জনক হারে বাড়ছে মুখোশধারী ছিনতাই। আতংকে এলাকাবাসী।

 

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলা শহরের পালং উত্তর বাজার এলাকায়গত কয়েক দিন ধরে আশংকা জনক হারে বাড়ছে মুখোশধারী ছিনতাই।৫/৬ জনের গ্রæপে ঘরে ডুকে অস্ত্রের মুখে জিম্মি করে গলায় চাপ দিয়ে জোড়পুর্বক লুটে নেয় টাকা পয়সা স্বর্নালংকার সহ সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে। পালং থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পা”্ধসেঢ়;ছন না ভুক্তভোগীরা। এ নিয়ে চরম আতংকে দিন কাটচ্ছে এলাকাবাসী। তবে ওসি বলছেন, অভিযোগ আসেনি। অভিযোগ আসলে ব্যবস্থা নেব।
পালং উত্তর বাজার এলাকার পবিত্র দেবনাথ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ৭ এপ্রিল সন্ধায় জেলা শহরের পালং উত্তর বাজার এলাকার পালং স্কুল রোডে মনোরঞ্জন দেবনাথ(চিনু) বাড়ীতে ৫ জন মুখোশ ধারী ঢুকে তার স্ত্রী কমলা রানী দেবনাথের গলায় চেপে ধরে টাকা পয়সা সহ তার কান থেকে জোড় পুর্বক স্বর্নালংকার কেড়ে নেয়। এ সময় তার দু কান ছিড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। গত ৪ এপ্রিল সোমবার শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার আফজাল হোসেন শরীয়তপুর পেীরসভার ১ নং ওয়ার্ডেও পাচাইসার এলাকায় সন্ধার পর জি এনজি দিয়ে যাওয়ার পথে মুখোশধারীরা গাড়ী থামায়।

এরপর ছিনতাই কারীরা তার সব কিছু লুট করে নিয়ে যায়। এর কয়েকদিন আগে পালং উত্তর বাজার এলাকায় লক্ষন কুমার মন্ডলের স্ত্রী নুপুর মন্ডল তার নিজ বাড়ীতে অবস্থান করছিল। সন্ধা সাতটার দিকে তার বাড়ীতে কয়েক জন মুখোশ ধারী প্রবেশ করে। কিছু বুজে উঠার আগেই মুখোশ ধারীরা তার গলা চেপে ধরে ঘরে থাকা টাকা, মোবাইল ও স্বর্নালংকার ছিনিয়ে নেয়। তার আতœচিৎকারী স্থানীয় লোকজন এগিয়ে আসলে মুখোধারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে নুপুর মন্ডল বাদী হয়ে পালং মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে ও এর কোন প্রতিকার পায়নি তারা।

গত ৩ মার্চ শহরের পালং স্কুল রোডে ব্যবসায়ী দিলীপ ঘোষের স্ত্রী শিখা রানী ঘোষ প্রতিদিনের ন্যায় বিকালে হাটতে বের হন। হাটা শেষে বাড়ী ফিরার সময় পালং- প্রেমতলা সড়কের পাচাইসার এলাকয় পৌছলে তার গলায় স্বর্নের চেইন ছিনিয়ে নেয় তিন জন মুখোশ ধারী। এ ছাড়া ও প্রায়ই মুখোশ ধারী ছিনতাই কারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে পুলিশের দারস্থ
হলেও পুলিশ কোন কার্যকরি ভুমিকা গ্রহন করছে না বলে অভিযোগ রয়েছে।।
লক্ষন কুমার মন্ডল বলেন, আমার স্ত্রী নুপুর মন্ডল সন্ধ্যায় আমার নিজের বাড়ীতে বসে ঘরে কাজ করতেছিল। এমন এময় ৪/৫ জন মুখোশধারী বাড়ীতে ঢুকে গলা চেপে ধরে স্বর্নের চেইনসহ ১ লক্ষ ৩১ হাজার ২৫০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ বিষয়ে পালং মডেল থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। মনোরঞ্জন দেবনাথ(চিনুর) স্ত্রী কমলা রানী দেবনাথ বলেন, সন্ধ্যায় আমি বাসায় বসে পূর্জার বাসন পাতিল ধুইতে ছিলাম। এমন সময় ৪/৫ জন মুখোশধারী আমার গলায় চাপ দিয়ে কানের দুলসহ স্বনের চেইন নিয়ে যায়। তাতে আমার কানে ৪টি শেলাই দেয়া লাগে। এ ঘটনায় আমরা চরম আতংকিত। পালং ১নং ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর মিয়া বলেন, এক মহিলা হাটার সময় তার গলার চেইন ছিনতাইয়ের ঘটনা শুনার পর, আমি ডিবি পুলিশ দিয়ে অভিযান করিয়েছিলাম। এর পর আর কোন ঘটনার কথা আমি শুনিনি। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: আক্তার হোসেন বলেন, মুখোশধারী ছিনতাই করার ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ আসলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

Share Button

     এ জাতীয় আরো খবর