January 8, 2025, 1:04 pm

সংবাদ শিরোনাম
উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম মৌলভীবাজার জেলা বিএনপি নেতা গাজী মারুফ মৃত্যু, বিএনপির মহাসচিব ও জেলা বিএনপির শোক,জানাযার নামাজ বুধবার সিলেট মেতেছে বিপিএল উন্মাদনায় ঘরেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্সের হেলস ঝড়ে জয়ে নিয়ে মাঠ ছাড়লো রংপুর সুন্দরগঞ্জে বাবা-মাকে জিম্মি করে সম্পত্তি কুক্ষিগত শার্শায় কিবরিয়া ফিলিং স্টেশন দখল করে নিয়েছে এক প্রভাবশালী শিবচরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা ; প্রতিপক্ষের হামলায় এক নারী গুরুতর আহত হয়েছে বেনাপোল দৌলতপুর সীমান্তে উভয় দেশের শান্তি রক্ষায় বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠক

মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য

মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য কমছে না কোনোভাবেই। দালাল ও সিন্ডিকেটের
দৌরাত্মে কাঙ্খিত সেবা মিলছেনা মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সেবা প্রত্যাশীদের
অভিযোগ, নির্ধারিত ট্রাভেল এজেন্সি ও দালালের মাধ্যমে পাসপোর্ট আবেদন জমা দিলেই দ্রæত সেবা
মেলে। দালাল ছাড়া পাসপোর্টের আবেদন করলে আবেদনকারীকে নানা বাহানার সম্মুখীন হতে হয়।
পাসপোর্ট অফিসের অনেক কর্মকর্তা ও কর্মচারী সার্ভার নষ্ট, ছবিতে সমস্যা, জন্ম তারিখে ভুলসহ
নানা কারণ দেখিয়ে টালবাহানা করতে থাকেন। তবে কর্তৃপক্ষ বলছে, জনবল সংকট ও আবেদনকারীর তথ্যগত
ভুলের কারণে পাসপোর্ট দিতে দেরি হচ্ছে।


নতুন পাসপোর্টেরে আবেদন করাসহ বিভিন্ন কাজে মৌলভীবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে
আসেন প্রতিদিন চার-পাঁচশ মানুষ। তবে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেকে জমা
দিতে পারছেন না আবেদন পত্র। অনেকেই আবার সময়মতো পাসপোর্ট হাতে না পেয়ে বার বার ধর্না
দিচ্ছেন পাসপোর্ট অফিসে।এভাবে মাসের পর মাস আটকে রাখা হয় পাসপোর্ট ডেলিভারি। আর
দালালদের হাত ধরে পাসপোর্ট আবেদন করলে অফিস থেকে এ ধরনের কোনো বাহানা শুনতে হয় না। দালালের
মাধ্যমে অতিরিক্ত টাকা দিয়ে ঠিকই সঠিক সময়ে পাসপোর্ট হাতে পাওয়া যায়। তাই পাসপোর্ট
অফিসের কর্মকর্তা ও দালালদের মধ্যে যোগসাজশের প্রশ্ন ওঠে। এ ধরনের পরিস্থিতি এড়াতে স্থায়ীভাবে
পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করতে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন সেবা প্রত্যাশিরা।
অভিযোগ আছে, পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালাল চক্রের শক্তিশালী
সিন্ডিকেটের কারণেই এই ভোগান্তি। ট্রাভেল এজেন্সি ও দালাল ধরে আবেদন করলে সহজে মিলছে
পাসপোর্ট। এরজন্য সরকারি ফির চেয়ে বাড়তি তিন থেকে চার হাজার টাকা নিচ্ছে দালাল সিন্ডিকেট।
এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ সেবা প্রত্যাশীরা।
অভিযোগ অস্বীকার করেছেন পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ ইউসুফ, তিনি জানান,
জাতীয় পরিচয় পত্র ও আগের পাসপোর্টের মধ্যে তথ্যের অমিল থাকায় কিছুটা বিলম্ব হয়। রয়েছে জনবল
সংকটও।

Share Button

     এ জাতীয় আরো খবর