January 14, 2025, 4:02 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৫১৩ রানে

বাংলাদেশের প্রথম ইনিংস থামল ৫১৩ রানে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে ৫১৩ রানে থামল বাংলাদেশের প্রথম ইনিংস। দ্বিতীয় দিনে মাহমুদুল্লাহর অপরাজিত ৮৩ রানে ১২৯ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ৫১৩ রান করে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত মুমিনুল ও মোসাদ্দেকের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। এরপর মিরাজকে সাথে নিয়ে ২৭ রানের জুটি গড়েন বাংলাদেশ অধিনায়ক। ব্যক্তিগত ২০ রান করে মিরাজ রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলে সানজামুলকে নিয়ে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ। এরপর সানজামুল ২৪ রান করে ফিরে যান। পরে তাইজুল ১ ও মুস্তাফিজ করেন ৮রান।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন চার উইকেট হারিয়ে ৩৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুমিনুল হক ১৭৫ ও মাহমুদুল্লাহ ৯ রান করে অপরাজিত ছিলেন। এছাড়াও দলের পক্ষে তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, মুশফিকুর রহিম ৯২ রান করেন।

শ্রীলংকার পক্ষে সুরাঙ্গা লাকমল ৩টি এবং দিলরুয়ান পেরেরা-লক্ষণ সান্দাকান ১টি করে ও রঙ্গনা হেরাথ নিয়েছেন ৩ উইকেট।

Share Button

     এ জাতীয় আরো খবর