January 11, 2025, 8:55 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

ঠাকুরগাঁও জাল ভোট দেওয়ার অভিযোগে যুবকের ছয় মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচ‌নে ঠাকুরগাঁও‌ সদর উপ‌জেলার দুই ইউ‌পি‌তে ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দিয়ে আটক এক।

ঠাকুরগাঁও সদর উপজেলার নবগঠিত ২২ নং সেনুয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মোলানখুরী বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে একই গ্রামের মতি রায় (২৫), পিতাঃ অনুকূল রায়, কে ২০১০/৭২ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন প্রথম শ্রেনির ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও আলাউদ্দিন

ভোট কেন্দ্রের পিজাইডিং অফিসার লুটফুল হাই দিপু জানান ১২, ১৫ মিনিটে মতি নামে একজন জাল ভোট আসলে হাতে নাতে তাকে আটক করে তাকে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রধান করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা স‌ফিকুল ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে। ভোটাররা যাতে তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রদান করতে পারেন,তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে বড়গাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ফয়জুর রহমান (আ’লীগ), হাতপাখা প্রতীকে আব্দুল গফুর (ইসলামী আন্দোলন) ও স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে আবু সাঈদ নুর আলম প্রতিদ্বন্দিতা করছন। অপরদিকে সেনুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নোবেল কুমার সিংহ (আ’লীগ) ও স্বতন্ত্র হিসেবে আশরাফুল ইসলাম (চশমা), মতিয়ার রহমান (ঘোড়া) ও মটরসাইকেল প্রতীক নিয়ে মতিউর রহমান মতি প্রতিদ্বন্দিতা করছেন।
উল্লেখ্য, বড়গাঁও ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৫ হাজার ৬৪১ জন পুরুষ ও ৫ হাজার ৫৩৭ জন মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৭৮ জন। অপরদিকে সেনুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৫২৪ জন পুরুষ ও ৩ হাজার ৩৬২ জন মহিলা মিলে মোট ৬ হাজার ৮৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মোঃ আলমগীর
ঠাকুরগাঁও প্রতিনিধি

Share Button

     এ জাতীয় আরো খবর