January 11, 2025, 6:09 am

সংবাদ শিরোনাম
সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ উন্নত চিকিৎসার জন্য লন্ডনের পথে খালেদা জিয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণ, ঘটনা শুনে বাবার মৃত্যু বেনাপোল দিয়ে পণ্য রপ্তানিতে নতুন শর্তপণ্য বারো ধরনের আমদানিতে পরীক্ষণ করবে আর আই এম

জৈন্তাপুরে শান্তিপূর্ণ ভাবে নিজপাট ইউপির নির্বাচন সম্পন্ন মো. ইন্তাজ আলী চেয়ারম্যান নির্বাচিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
সিলেট জেলার একমাত্র জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হয়েছে। ইন্তাজ আলী চেয়ারম্যান নির্বাচিত।

সরজমিনে ৯টি ভোট কেন্দ্র ঘুরে দেখাযায় সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা ব্যাপক আগ্রহ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। ৯টি কেন্দ্রের কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ভাবে ৯টি ভোট প্রদান শেষ হয়।
এদিকে ভোট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলার প্রধান রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নূসরাত আজমেরী হক। উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট রিপামনি দেবী। কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি মো. আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজী উল্লাহ। এছাড়া কেন্দ্র আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে র‌্যাব ও বিজিবি‘র টহল টিম সার্বক্ষনীক ভাবে নিয়োজিত ছিল।

রুপচেং কেন্দ্রের ভোটার ইনচান আলী বলেন, অতিতের সকল নির্বাচনের চাইতে নিজপাট ইউপির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হয়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোটাররা তাদের প্রার্থীদের ভোট দিয়ে যাচ্ছে। হর্নি এলাকার ভোটার শরিফ আহমদ বলেন, এই কেন্দ্রে কোন প্রকার উত্তেজনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে। এছাড়া পুরুষের চাইতে নারী ভোটারদের উপস্থিতি বেশি। ফুলবাড়ী কেন্দ্রের কেন্দ্রের ভোটার হোসেন আহমদ বলেন, এ কেন্দ্রেটি সবচেয়ে ঝুকিপূর্ণ হলেও বেশির ভাগ বুথ খোলা আকাশের নিচে তৈরী করা হয়। ব্যাপক ভোটারদের উপস্থিতিতে শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছে।

চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন, নাজিম উদ্দিন, ইন্তাজ আলী, আব্দুল মালিক পাখি প্রতিবেদককে বলেন, সকাল হতে প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোটারা ব্যাপক উপস্থিতি ছিল। ভোট নিয়ে তাদের কোন
আপত্তি নেই।

অপরদিকে ভোট গননা শেষে বেসরকারী ভাবে উপজেলা প্রধান রির্টানিং কর্মকর্তা নূসরাত আজমেরী হক সতন্ত্রপ্রার্থী মো. ইন্তাজ আলী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন ৷

মোঃ আব্দুল্লাহ

Share Button

     এ জাতীয় আরো খবর