December 22, 2024, 10:59 am

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

গাইবান্ধায় দুটি ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলা এলজিইডির অর্থায়নে ৩রা ফেব্রুয়ারি সকালে সদর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত নব নির্মিত প্রশাসনিক ভবন ও হলরুম এর শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি।

হুইপ বলেন- উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় সরকারি দপ্তরগুলোর সেবার মান বৃদ্ধি পেয়েই চলছে। উপজেলা পরিষদের বিল্ডিংগুলো পুরাতন হওয়ায় সরকার দ্রুততার সহিত উপজেলা কমপ্লেক্স ভবন নির্মিত করলেন।

তিনি আরো বলেন-সরকারি দপ্তরের যে অফিসারগুলো জনগনকে সেবা দিবেন। তাদের কর্মস্থল যদি তাদের পছন্দ না হয় তাহলে মন খারাপ হবে তাদের। আর মন খারাপ থাকলে জনগনকে ঠিকমতো সেবা দিতেও পাবেনা।

১৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যায়ে ভবন দুটি নির্মিত হয়। ১৮ মাসের নির্ধারিত সময়ের ৩ মাস আগে ভবন দুটি উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করেন সাইদুর রহমান বাবু নামক ঠিকাদারি প্রতিষ্ঠান ও নূহা ট্রেডার্স এর প্রোপাইটার আলহাজ্ব খান মো: সাঈদ হোসেন জসিম।

এরপর সদর উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবন সহ তার শারিরীক নিরাপত্তায় আনসার সদস্যদের আবাসন ভবন ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ।
গাইবান্ধা সদর উপজেলা পরিষদ রাজস্ব তহবিল এর অর্থায়নে ১৪ লাখ ২৫ হাজার টাকা ব্যায়ে ভবনটি নির্মিত করবেন ঠিকাদার প্রতিষ্ঠান রুসা ইন্টারন্যাশনাল এর প্রোপাইটর মোস্তাক আহমেদ রঞ্জু।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সিনিয়র সহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা, সদর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, গাইবান্ধা জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর এ হাবিব টিটন, তাসলিমা সুলতানা স্মৃতি, উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল হাসান, যুব উন্নয়ন অফিসার খাদেমুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিন শাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, যুবলীগ সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, ঠিকাদার সাইদুর রহমান বাবু, মোস্তাক আহমেদ রঞ্জু, আলহাজ্ব খান মো: সাঈদ হোসেন জসিম, সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

রিয়ন ইসলাম
গাইবান্ধা
Share Button

     এ জাতীয় আরো খবর