চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত ১২ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন-কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, উজিরপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক নায়িমুর রহমান মাছুম, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, শুভপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ খলিলুর রহমান মজুমদার, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, বাতিসা ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, জগন্নাথদিঘী ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভূঁইয়া ও গুনবতী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল।
সভা পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগ (ডিডিএলজি) শওকত আকবর। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা নাছির উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা সাইদুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে এবং জনসাধারণকে যথার্থ সেবার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য জেলা প্রশাসক কামরুল হাসান নবনির্বাচিত চেয়ারম্যানদের প্রতি আহবান জানান।