সমাজের পিছিয়ে পরা মানুষগুলোর প্রতি প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল: মেনন
ডিটেকটিভ নিউজ ডেস্ক
সমাজ কল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, সমাজের পিছিয়ে পরা মানুষগুলোর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সংবেদনশীল। বাজেটের বৃহৎ একটা অংশ সামাজিক নিরাপত্তা বেস্টনির জন্য বরাদ্দ থাকে। যার পরিমান জিডিপির প্রায় ২.১ শতাংশ। যাদিয়ে সমাজের পিছিয়ে পরা অংশের মানুষকে সমাজের মধ্যে অর্ন্তভূক্ত করার ব্যাবস্থা করে থাকে সরকার। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশালের দক্ষিণ আলেকান্দা সরকারী শিশু পরিবার (বালক) মাঠে সরকারী শিশু সদন পরিবারের বিভাগীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধণী বক্তব্যে মন্ত্রী সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি এতিম ও দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের প্রতি আরও যত্মবান হওয়ার নির্দেশ দেন। সভার শুরুতে প্রধানঅতিথি হিসেবে মন্ত্রী বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধণ করেন। উদ্বোধনী সভায় জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেবুন্নেছা আফরোজ এমপি, শেখ মোঃ টিপু সুলতান এমপি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। একইদিন সমাজসেবা অধিদফতরাধীন বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সমাজকল্যান মন্ত্রী রাশেদ খান মেনন। দুপুরে বরিশাল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ মোঃ টিপু সুলতান এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক গাজী মোঃ নুরুল কবির, বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোশারফ হোসেন প্রমুখ।