ডিটেকটিভ বিনোদন ডেস্ক
ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করছেন দর্শকপ্রিয় অভিনেতা প্রাণ রায়। মুক্তির অপেক্ষায় রয়েছে এই অভিনেতার দুটি ছবি। আহসান সারোয়ারের ‘রং ঢং‘ ও আশরাফ শিশিরের ‘আমরা একটি সিনেমা বানাবো’ শিরোনামের দুটি ছবির কাজ শেষ করেছেন তিনি। দুটি ছবিতেই প্রাণ রায় ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন বলে জানান। তিনি বলেন, ‘রং ঢং’ ছবিতে আমাকে একজন স্ক্রিপ্ট রাইটারের চরিত্রে দেখা যাবে। আর ‘আমরা একটি সিনেমা বানাবো’ ছবিতে সিনেমাপাগল দর্শকের ভূমিকায় অভিনয় করেছি। দুটি চরিত্রেই দর্শকদের জন্য নতুনত্ব থাকছে। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রাণ রায়। বিভিন্ন চ্যানেলে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো একুশে টিভিতে মারুফ মিঠুর ‘বউ বকা দেয়’, এস এ টিভিতে মানব মানবিকের ‘ছুঁয়ে দিলে মন’, বৈশাখী টিভিতে এস এম দুলালের ‘নয়ছয় আনলিমিটেড’ ও মোস্তফা কামাল রাজের ‘পোস্ট গ্রাজুয়েট’। এদিকে সম্প্রতি তিনি শুরু করেছেন সাগর জাহানের ‘ডি-২০’ শিরোনামের আরো একটি ধারাবাহিকের কাজ। দু’পর্দার কাজ প্রসঙ্গে এই অভিনেতা বলেন, আমি একজন পেশাদার অভিনেতা। অভিনয় ছাড়া আর কিছু পারি না। সেই কারণে অভিনয়ের সময় আমি পর্দার ভাগাভাগি করি না। আমি বরাবরই আমার চরিত্র ও নির্মাতা কি চান, সেটা দেয়ার চেষ্টা করি। চরিত্রটিকে গ্রহণযোগ্য করে তোলাই আমার প্রথম লক্ষ্য থাকে। প্রসঙ্গত, এই অভিনেতাকে নাটক ও চলচ্চিত্রে কমেডি চরিত্রেই বেশি দেখা যায়। তবে এই চরিত্রের বাইরেও তিনি দর্শকদের সামনে নিজেকে সিরিয়াস চরিত্রে উপস্থাপন করার ইচ্ছে প্রকাশ করেন। কোনো নির্মাতা এমন চরিত্রে তাকে চাইলে স্বাচ্ছন্দ্যে তিনি কাজ করবেন বলে জানান।