January 14, 2025, 12:28 am

সংবাদ শিরোনাম

নিউজিল্যান্ড দলে ত্রিদেশীয় সিরিজে মুনরো

নিউজিল্যান্ড দলে ত্রিদেশীয় সিরিজে মুনরো

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

শক্তিশালী অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৪ সদস্যের দলে ডাক পেয়েছেন কলিন মুনরো। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ থেকে ছিটকে পড়েছিলেন মানরো। তবে চোট থেকে সেরে উঠায় ট্রান্স-তাসমান সিরিজের জন্য কিউই দলে ডাক পেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

তবে নিউজিল্যান্ড দল থেকে ছিটকে পড়েছেন লকি ফার্গুসন ও গ্লেন ফিলিপস। আগামি ৩ ফেব্রুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ খেলার পর দেশে ফিরে ১৩ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচটি খেলবে। এরপর অকল্যান্ডে আগামি ২১ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল : কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, টম ব্রুসি, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, অ্যানারু কিচেন, কলিন মানরো, সেথ রেন্স, মিচেল সাঁটনার, ইশ সৌদি, টিম সাউদি, রস টেলর ও বেন হুইলার।

Share Button

     এ জাতীয় আরো খবর