October 6, 2024, 10:12 pm

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

নোয়াখালী জেলায় ১১ নভেম্বর ১৪টি ইউপি নির্বাচন

নোয়াখালী প্রতিনিধি ॥ আগামী ১১ নভেম্বর জেলার বেগমগঞ্জ উপজেলাধীন দুইটি ইউনিয়ন বাদে ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। জানা গেছে নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ৮৫ জন প্রার্থী। সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩৫ জন, সাধারণ মেম্বার পদে ৫২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

যাছাই বাছাই এবং প্রত্যাহারের পরে চেয়ারম্যান পদে ৬৮ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩৩, সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৪৯০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তার মধ্যে আমান উল্যাহপুরে চেয়ারম্যান পদে ৮ জন, গোপালপুর ৭ জন, আলাইয়ারপুরে ৪ জন, ছয়ানী ইউনিয়নে ৫ জন, রাজগঞ্জ ইউনিয়নে ৪ জন, একলাশপুরে ৭ জন, বেগমগঞ্জ ইউনিয়নে ৬ জন, নরোত্তমপুরে ৬ জন, দুর্গাপুরে ৬ জন, রসুলপুরে ৭ জন, কুতুবপুরে ৭ জন, হাজিপুরে ৫ জন, কাদিরপুরে ৪ জন, শরিফপুর ইউনিয়নে ৯ জন, চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোট বর্জন করায় শুধুমাত্র রাজনৈতিক দলের জাতীয় প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাত পাখা) ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীগণ জাতীয় প্রতীক (নৌকা প্রতীক) নিয়ে ভোটের প্রতিযোগিতায় মাঠ চষে বেড়াচ্ছে। বাকী চেয়ারম্যান পদে প্রার্থীগণ স্বতন্ত্র প্রতীক নিয়ে ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট ও দোয়া প্রার্থনা করছে। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে।

ইউনিয়ন ভিত্তিক চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আমানউল্যাপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে মোঃ ইব্রাহীম, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোঃ আরিফুর রহমান মাহমুদ। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাবেক চেয়ারম্যান মোঃ নুর রহমান, ইউসুফ রানা,মোঃ বাহারুল আলম, রাসেল আলম, নুরুল হুদা, আলী আহমাদ চেয়ারম্যান পদে লড়ছেন। উক্ত ইউনিয়নে ২০৮৭১ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০৮০৮ জন, আর মহিলা ভোটার ১০০৬৩ জন। গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে মোঃ আলা উদ্দিন। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মোঃ কামরুল হুদা মিন্টু, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আনারস প্রতীক নিয়ে মোঃ মোশারেফ হোসেন প্রতীক নিয়ে মনির হোসেন পাটওয়ারী টেলিফোন প্রতীক নিয়ে মোঃ নুবুদ্দিন । উক্ত ইউনিয়নে ২৬,১৯০ ভোটার এর মধ্যে পুরুষ ভোটার ১৩৩৪৬ জন, আর মহিলা ভোটার ১২৮৪৪ জন।

আলাইয়ারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে আবদুল কুদ্দুস, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোঃ গিয়াস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান, সাবেক চেয়ারমান মোঃ আলা উদ্দিন। উক্ত ইউনিয়নে ২৬ হাজার ৭৭৫ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৩৬৩১ জন, মহিলা ভোটার ১৩১৪৪ জন।

৫নং ছয়ানী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মোঃ আবদুর রহিম, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোঃ শাহাদাত হোসেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মটর সাইকেল প্রতীক নিয়ে ফিরোজ আহাম্মেদ, আনারস প্রতিক নিয়ে অহিদুজ্জামান, উক্ত ইউনিয়নে ২৯০৬০ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৫২৪৮ জন, আর মহিলা ভোটার ১৩৮১২ জন।

৬নং রাজগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মোঃ আবদুল জলিল, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর চৌধুরী সেলিম, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মাসুদ আলম, আবুল কাশেম। উক্ত ইউনিয়নে ৩২২৭৫ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৬৮৭৫ জন, আর মহিলা ভোটার ১৫৪০০ জন।

৭নং একলাশপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোঃ আলমগীর কবির ভূঁইয়া। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মটর সাইকেল প্রতীক নিয়ে আবু নাছের মামুন, বর্তমান চেয়ারম্যান টেলিফোন প্রতীক নিয়ে মোঃ খলিলুর রহমান, আনারস প্রতীক নিয়ে শাহেদুর রহমান চেয়ারম্যান পদে লড়ছেন। উক্ত ইউনিয়নে ৩৫০০৪ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার, ১৮৩০৭ জন, আর মহিলা ভোটার ১৬৬৯৭ জন।

৮নং বেগমগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মোঃ তোহা, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আনারস প্রতীক নিয়ে সাবেক চেয়ারম্যান মোঃ ফিরোজ আলম নান্নু, চশমা প্রতিক নিয়ে সাইদুর রহমান শাহিদ চেয়ারম্যান পদে লড়ছেন। উক্ত ইউনিয়নে ১৪৮১২ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭৭৮৮ জন, আর মহিলা ভোটার ৭০২৪ জন।

১০নং নরোত্তমপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মাওলানা মোহাম্মদ মহি উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোঃ মেহেদী হাসান। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন বাচ্চু, সাবেক চেয়ারম্যান কবির আহম্মদ, আমির হোসেন ও মনসাদ আলম। উক্ত ইউনিয়নে ১৪০৩৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭৬৭০ জন, আর মহিলা ভোটার ৬৩৬৩ জন।

১১ নং দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মোহাম্মদ মাহবুবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে চশমা প্রতীক নিয়ে জহির রায়হান পলাশ, টেলিফোন প্রতীক নিয়ে ইয়াছিন মিঠু, আনারস প্রতীকে ফয়েজ আহম্মেদ। উক্ত ইউনিয়নে ২৩৪৮৫ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১২৬৩০ জন, আর মহিলা ভোটার ১০৮৫৫ জন।

১২ নং কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে ইকবাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে আওয়ামী লীগ সভাপতি মোঃ নুরুল হুদা। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ,মোঃ নুর হোসেন, আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হিরণ , মোঃ মোশারফ হোসেন মানিক, আবদুর রহিম। উক্ত ইউনিয়নে ২০৪২০ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০৪৩৯ জন, আর মহিলা ভোটার ৯৯৮১ জন।

১৩ নং রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল হোসেন সেলিম স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে টেলিফোন প্রতীক নিয়ে আবদুর রশিদ, চশমা প্রতীক নিয়ে মোহাম্মদ খুরশিদ আলম, আনারস প্রতীক নিয়ে মাহবুবুর রহমান বিজয়। উক্ত ইউনিয়নে ২৪৮৭২ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৩১৬০ জন, আর মহিলা ভোটার ১১৭১২ জন।

১৪ নং হাজীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নেই। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোঃ শাহ আজিম। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অতি আস্থাশীল সমাজ সেবক জি এম জামাল চৌধুরী, আনোয়ার হোসেন, আবু তাহের , এনামুল হক। উক্ত ইউনিয়নে ১৪৭১৬ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৭৭৫৮ জন, আর মহিলা ভোটার ৬৯৫৮ জন।

১৬নং কাদিরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন প্রার্থী নেই। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে বর্তমান চেয়ারম্যান মোঃ ছালাহ উদ্দীন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে টেলিফোন প্রতীক নিয়ে সাবেক পাঁচ বারের জনপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুর নবী, আনারস প্রতীক নিয়ে জাবের হোসেন রাজু। উক্ত ইউনিয়নে ২০২৩৩ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১০৭৩৫ জন, আর মহিলা ভোটার ৯৪৯৮ জন।

১৫নং শরিফপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মোঃ কামাল উদ্দীন, বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে মোঃ আমিনুর রসুল দুলাল। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে টেলিফোন প্রতীক নিয়ে আইয়ুব নবী, মটর সাইকেল প্রতীক নিয়ে এ কে এম মোমিন উল্যাহ, আনারস প্রতীক নিয়ে মোঃ আলমগীর নাছিম হোসেন, ঘোড়া প্রতীক নিয়ে মতিউর রহমান হিরণ, চশমা প্রতীক নিয়ে নোমান ছিদ্দিকী। উক্ত ইউনিয়নে ২০৬৫২ ভোটারের মাঝে পুরুষ ভোটার ১০৮১৩ মহিলা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল ও মোঃ রাহাত তানভির চৌধুরী নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ অনুষ্ঠানের লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক রিটার্নিং অফিসারগণকে নিয়ে নিরলশ ভাবে কাজ করে যাচ্ছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর