January 13, 2025, 5:44 pm

সংবাদ শিরোনাম

মেসি ভালভেরদের কোচিংয়ে খুশি

মেসি ভালভেরদের কোচিংয়ে খুশি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

এরনেস্তো ভালভেরদের কোচিংয়ের ধরন মন কেড়েছে লিওনেল মেসির। এই কোচের আগমনে বার্সেলোনায় যে ইতিবাচক প্রভাব পড়েছে তাতে খুশি আর্জেন্টাইন ফরোয়ার্ড।

গত মৌসুম শেষে কাম্প নউয়ে লুইস এনরিকের স্থলাভিষিক্ত হন আথলেতিক বিলবাওয়ের সাবেক কোচ ভালভেরদে। দায়িত্ব নিয়েই কঠিন সময়ের মুখোমুখি হতে হয় তাকে।

অগাস্টে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। আর তার পরপরই স্প্যানিশ সুপার কাপে দুই লেগ মিলিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ৫-১ গোলে হারে কাতালান ক্লাবটি।

তবে শুরুর বাজে সময়টা ভালোভাবেই সামাল দেন ভালভেরদে। স্প্যানিশ সুপার কাপের পর এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় একটি মাত্র ম্যাচে হেরেছে তার দল।

লা লিগায় ১১ পয়েন্টের ব্যবধানে শীর্ষে আছে বার্সেলোনা। কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে দুই লেগ মিলিয়ে এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের অগ্রগামিতায় প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে উঠে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। দাপটের সঙ্গে নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো।

দায়িত্বের শুরুতেই ভালভেরদে তার পরিকল্পনাগুলো পরিষ্কার করেছিলেন বলে জানালেন মেসি। সাবেক এই ফরোয়ার্ডের অধীনে সময়টা দারুণ কাঠছে বলে খুব খুশি পাঁচ বারের বর্ষসেরা এই ফুটবলার।

“শুরু থেকেই এটা পরিষ্কার ছিল। তিনি তার চাওয়াটা জানিয়েছিলেন আর আমরা সেটার সঙ্গে মানিয়ে নেই। আমরা যা করছিলাম তা থেকে এটা খুব ব্যতিক্রম ছিল না।”

“রক্ষণে আমরা শক্তিশালী হয়েছি। ফরোয়ার্ডে আমরা উঁচু মানের আরও খেলোয়াড় পেয়েছি, যারা ম্যাচ জেতাতে পারে।”

ভালভেরদের খেলোয়াড় ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর কৌশলটাও মনে ধরেছে মেসির। এতে দলের ভালো সম্ভাবনা দেখছেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়।

“এই সিদ্ধান্ত কোচ নেয়। আমরা এটা নিয়ে কথা বলি। ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো নিয়ে অন্য সতীর্থদের মতোই আমার কোনো সমস্যা নেই।”

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ গোল করেছেন মেসি। সবশেষ গত বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে স্প্যানিশ কাপের ম্যাচটিতে শেষ গোলটি করেন মেসি।

Share Button

     এ জাতীয় আরো খবর