স্পোর্টস ডেস্কঃ
যুব বিশ্বকাপে নিউজিল্যান্ডের কুইন্সটাউনে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম স্থান নির্ধারণী প্লে অফে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা। ইংলিশদের গড়া ২১৬ রানের জবাবে ৫ উইকেট হারিয়ে জয় পায় বাংলাদেশ।
এদিকে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করলেও পরে আর তা ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। ৪৭.২ ওভারে ২১৬ রানেই গুটিয়ে যায় ইংলিশরা।
ইংল্যান্ড দলীয় ১৭ রানের মাথায় প্রথম টম বেনটনের উইকেট হারায়। অধিনায়ক হ্যারি ব্রুক ও লিয়াম ব্ল্যাংকের পঞ্চাশোর্ধ্ব দুই ইনিংসে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল নিজেদের সংগ্রহটা অনেক ওপরে নিয়ে যাওয়ার স্বপ্নই দেখছিল।
কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা ইংল্যান্ডের সংগ্রহটা প্রত্যাশামাফিক হতে দেননি। শেষ ২২ ওভারে ৭৮ রানে ৯ উইকেট হারায় ইংলিশরা। বাংলাদেশের পক্ষে হাসান ও আফিফ ৩টি করে উইকেট পেয়েছেন। অনিক নিয়েছেন ২ উইকেট।
অন্যদিকে, আজও দুর্দান্ত ছিলেন অলরাউন্ডার আফিফ হোসেন। ৮৬ বলে ৭১ রান করে জয়ের খুব কাছাকাছি এসে আউট হন তিনি।
ইংলিশদের গড়া ২১৬ রানের বিপক্ষে ৫ উইকেট ও ১৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।