December 23, 2024, 8:42 am

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড, তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ

ডিটেকটিভ ডেস্কঃঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী বদিউজ্জামান জানান, শনিবার আনুমানিক বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস ইঞ্জিন ইউনিটের সুইচ ইয়ার্ডের কারেন্ট ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিকট শব্দ হয়ে প্রাথমিকভাবে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ৭টা ৫ মিনিটে ২৩০ কেভি বাসবারে কারেন্ট ট্রান্সফারে তেল লিকেজ হয়ে ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মডিউলার পাওয়া প্লান্ট এবং ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনার কথা স্বীকার করে বলেন, ঘটনার পর আমাদের বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীদের প্রচেষ্টায় শনিবার রাত ৮টার মধ্যে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সিসিপিপি ইউনিট, ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মডিউলার পাওয়া প্লান্টের বিদ্যুৎ উৎপাদন চালু করা হয়েছে।

তবে ১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫নং ইউনিটের উৎপাদন এ রিপোর্ট লেখা পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। ৫নং ইউনিটের উৎপাদন কবেনাগাদ চালু হবে তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।

কেন এ ঘটনা ঘটল- এ ব্যাপারে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম. সাজ্জাদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত না করে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

Share Button

     এ জাতীয় আরো খবর