ডিটেকটিভ ডেস্কঃঃ
ঈদের দিন সকালে উত্তরাঞ্চল, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কয়েক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সহনীয় পর্যায়েই থাকবে তাপমাত্রা। ঈদের আগের রাতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আরও কয়েক দিন থাকতে পারে এই অবস্থা। ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিনের তাপমাত্রা বাড়বে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস। ঈদের দিন তাপমাত্রা থাকবে সব্বোর্চ্চ ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এছাড়া ঈদের আগের রাতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈদের দুই-তিন দিন পর ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে আরো এক থেকে দুইটি কালবৈশাখির আশঙ্কা রয়েছে।
//ইয়াসিন//