চট্টগ্রামের আলোচিত মিতু হত্যার দায়ে স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। বুধবার দুপুরে তাকে আদালতে তোলার পর পুলিশের আবেদনে এ রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান এ আদেশ দেন।
এর আগে বাবুলকে প্রধান আসামি করে পাঁচলাইশ থানায় ৮ জনের বিরুদ্ধে নতুন হত্যা মামলা করেন মিতুর বাবা মোশারফ হোসেন। এর পরপরই পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়। ৭ দিনে রিমান্ড আবেদন করলে ৫ দিন মঞ্জুর করে আদালত।
এদিকে ঢাকায় সংবাদ সম্মেলনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের প্রধান বনোজকুমার মজুমদার জানান, মিতু হত্যায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল তাকে চট্টগ্রামে পিবিাইয়ের কার্যালয়ে নেয়া হয়।
অন্যদিকে, মিত্যু হত্যার পর বাবুল আক্তার বাদী হয়ে দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন আজ আদালতে জমা দিয়েছে পিবিআই। ২০১৬ সালের ৫ জুন নগরীর জিইসি মোড়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় সে সময়ের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে।
//ইয়াসিন//