January 13, 2025, 6:01 pm

সংবাদ শিরোনাম

কোনো ইঙ্গিত নয় ‘ইমরুলের দলে আসা ’

কোনো ইঙ্গিত নয় ‘ইমরুলের দলে আসা ’

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এনামুল হক প্রত্যাশা পূরণ করতে পারেননি প্রাথমিক পর্বে। ফাইনালের স্কোয়াডে ফেরানো হয়েছে ইমরুল কায়েসকে। দুয়ে দুয়ে চার মিলিয়ে হয়তো বলা যায় তামিম ইকবালের সঙ্গে ইনিংস ওপেন করতে পারেন এই বাঁহাতি। মাশরাফি বিন মুর্তজার মতে, সমীকরণ এত সহজ নয়।

ত্রিদেশীয় সিরিজে টানা চার ম্যাচে তামিমের সঙ্গে ইনিংস ওপেন করেন এনামুল। সব মিলিয়ে করেন ৫৫ রান। শেষ ম্যাচে দৃষ্টিকটু আউটের পর তার জায়গা নিয়ে প্রশ্ন উঠে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২টায় ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি জানান, উদ্বোধনী জুটি নিয়ে এখনও তাদের ভাবনা চূড়ান্ত রূপ পায়নি।

“ইমরুল এসেছে তার মানে এই না ও খেলবে। এটা নিয়ে অবশ্যই এখনও আলোচনা হয়নি। হয়তো বা এখনও চিন্তা করছি, তামিমের সাথে ওপেনিংয়ে কে ভালো করতে পারে। সেটা নিয়ে অবশ্যই আলোচনা আছে।”

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে এনামুল করেন ১৯ রান। শ্রীলঙ্কার সঙ্গে পরের ম্যাচে ৩৫। শেষ দুই ম্যাচ মিলিয়ে মাত্র ১।

“ও চারটা ম্যাচ খেলেছে। এটা ঠিক, সেও কিছুটা অখুশি। সে প্রত্যাশা নিয়ে খেলেছে তা হয়তো পূরণ হয়নি। ও নিজেও আরও বেশি অবদান রাখতে চেয়েছিল। তবে এর মানে এই নয় যে, ওকে বাদ দিয়ে আমরা চিন্তা করছি। ইমরুল এসেছে, (মোহাম্মদ) মিঠুন আছে। দেখা যাক, এখনও আলোচনা হয়নি। তবে বার্তাটা এমন না যে, ইমরুল এসেছে মানে ইমরুলই খেলবে।”

 

Share Button

     এ জাতীয় আরো খবর