কলাপাড়ায় শহীদ শওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
কলাপাড়া প্রতিনিধিঃ
কলাপাড়া উপজেলার লালুয়ায় বীর মুক্তিযোদ্ধা শহীদ শওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০১৮ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উত্তর লালুয়া ইউসিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ফুটবল খেলায় মাঝের হাওলা সিনিয়র একাদশ ও বাজার একাদশ অংশগ্রহন করে।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.মনজুরুল আলম লিপন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হালাদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শহিদ বিশ্বাস, মুক্তিযোদ্ধা অলাউদ্দিন মধু, মুক্তিযোদ্ধা শহাবুদ্দিন দুলাল প্রমুখ।
ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ছাড়াও হাজারো দর্শক এ খেলা উপভোগ করেন। খেলায় বাজার একাদশ ২-০ গোলে হারিয়ে মাঝের হাওলা সিনিয়র একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতারন করা হয়।