January 13, 2025, 1:47 pm

সংবাদ শিরোনাম

বাংলাদেশ দলের সম্মাননা রাজ্জাক ও তুষারকে

বাংলাদেশ দলের সম্মাননা রাজ্জাক ও তুষারকে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিসিবির কাছ থেকে কোনো সম্মাননা এখনও দেওয়া হয়নি তাদের। এমনকি অভিনন্দন জানিয়ে কোনো বার্তাও পাঠানো হয়নি সংবাদমাধ্যমে। তবে ক্রিকেটাররা তো জানেন, ১০ হাজার রান ও ৫০০ উইকেট কত বড় অর্জন! ক্রিকেটাররাই তাই তুষার ইমরান ও আবদুর রাজ্জাককে দিলেন স্বীকৃতি। সুদৃশ্য ট্রফি দিয়ে দুজনকে সম্মাননা জানিয়েছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রাজ্জাক। প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ হাজার রান করেছেন তুষার।

বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টসের আগে রাজ্জাক ও তুষারের হাতে এই সম্মাননা তুলে দেন ক্রিকেটাররা। রাজ্জাকের হাতে ট্রফি তুলে দেন সাকিব আল হাসান। তুষারের হাতে ট্রফি তুলে দেন মাশরাফি বিন মুর্তজা। দুজনকেই বুকে জড়িয়ে, পিঠ চাপড়ে অভিননন্দন জানান দলের সবাই।

মূলত জাতীয় দলের ক্রিকেটারদের তাগিদেই এই উদ্যোগ।  ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন এই উদ্যোগের পেছনের ভাবনা।

“৫০০ উইকেট ও ১০ হাজার রান খুব সহজ কিছু নয়। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে। ১৬-১৭ বছর ধরে টানা খেলে, পারফর্ম করে ওরা আজকের উচ্চতায় উঠেছে। অনেক পরিশ্রম, অনেক ত্যাগ, অনেক নিবেদনের ফসল এই অর্জন।”

“আমরা চেয়েছি ওদেরকে আমাদের পক্ষ থেকে সম্মান জানাতে। পাশাপাশি তরুণ ক্রিকেটারদেরও এই বার্তা দিতে যে ক্রিকেটের প্রতি নিবেদনটা কেমন হওয়া উচিত। নিশ্চিতভাবেই আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য নতুন মানদ- বেধে দিয়েছে ওরা।”

এর আগে চলতি ত্রিদেশীয় সিরিজে রুবেল হোসেনকেও দলের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সম্মাননা। ১০০ ওয়ানডে উইকেটের জন্য দলের পক্ষ থকে এই পেসারকে দেওয়া হয় ট্রফি। সেটিও ক্রিকেটারদের উদ্যোগে।

Share Button

     এ জাতীয় আরো খবর