রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান ::
স্বাস্থ্যবিভাগের জরিপ অনুযায়ী রাজশাহী জেলায় টানা ২৪ দিনে করোনা ভাইরাসে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। সর্বশেষ গত (০১ সেপ্টেম্বর) এ জেলায় একজনের মৃত্যু হয়। এর আগে ৩০ আগস্ট এক রোগীর মৃত্যু হয়েছিল। রাজশাহী জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ৪২ জন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ২০২০ ইং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, বিভাগে এখন মোট মৃত্যুর সংখ্যা ২৯৪ জন। এর মধ্যে বৃহস্পতিবার নওগাঁয় একজনের মৃত্যু হয়েছে। এই জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ২১ জন। বিভাগের অন্য জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ ১৭৮ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নাটোরে ০৯ জন, জয়পুরহাটে ০৭ জন, সিরাজগঞ্জে ১৩ জন এবং পাবনায় ০৯ জন মারা গেছেন।
এদিকে বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) বিভাগে নতুন ৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ১৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ০৫ জন, নাটোরে ০৬ জন, বগুড়ায় ০৩ জন এবং সিরাজগঞ্জ ০৫ জন ও পাবনায় ০৫ জন করে শনাক্ত হয়েছেন।
বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৭৭০ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ৫০০ জন শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৪ হাজার ৯১১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৭১ জন, নওগাঁয় এক হাজার ২৮৩ জন, নাটোরে ৯৭৮ জন, জয়পুরহাটে এক হাজার ৬৯ জন, সিরাজগঞ্জে ২ হাজার ১৪০ জন এবং পাবনায় এক হাজার ১১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
অপরদিকে, বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) বিভাগের ১৪৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, নওগাঁয় ০৩ জন, নাটোরে ২৫ জন, জয়পুরহাটে ১৮ জন, বগুড়ায় ৩০ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ০৩ জন সুস্থ হয়েছেন।
রাজশাহী বিভাগের ৮ জেলায় মোট করোনাজয়ীর সংখ্যা ১৭ হাজার ৫১০ জন। এ পর্যন্ত রাজশাহীর ৪ হাজার ৪৯১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭০৮ জন, নওগাঁর এক হাজার ১৭৫ জন, নাটোরের ৮১৮ জন, জয়পুরহাটের ১ হাজার ০৫ জন, বগুড়ার ৬ হাজার ৬০৫ জন, সিরাজগঞ্জের ১ হাজার ৬৯৬ জন এবং পাবনার ১ হাজার ১২ জন করোনার ভয়াল থাবা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।