October 9, 2024, 11:20 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

ভক্তদের জন্য ন্যান্সির ৩০ মিনিট

ভক্তদের জন্য ন্যান্সির ৩০ মিনিট

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, কনকচাঁপা পরবর্তী সময়ে প্লেব্যাকে একটি শক্ত অবস্থান ইতোমধ্যে তৈরি করেছেন নাজমুন মুনিরা ন্যান্সি। এরইমধ্যে ধারাবাহিকভাবে অনেক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। চলচ্চিত্রের বাইরেও অডিও অ্যালবামের ক্ষেত্রেও বেশ সরব এ গায়িকা। তবে মিউজিক ভিডিও কিংবা ইউটিউবের ভিউ গণনায় কখনোই বিশ্বাসী ছিলেন না, এখনও নেই ন্যান্সি। পাশাপাশি ফেসবুকেও অনেকটাই অনিয়মিত ছিলেন। কিন্তু তার ভক্ত-শ্রোতারা সব সময়ই বিষয়টি নিয়ে অভিযোগ-অভিমান প্রকাশ করে আসছেন।নিজের ফেসবুক আইডি পরে খুললেও এই নিয়ে বিপাকেও পড়তে হয়েছে তাকে। আর এ কারণেই নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই ন্যান্সি নিজে একটি ফেসবুক পেজ খুলেছেন। অল্প সময়ে সেখানে প্রায় ২০ হাজার ফলোয়ার হয়ে গেছে। দিন দিন সেই সংখ্যা বাড়ছে। আর ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি মাধ্যম হিসেবেই এই পেজটিকে দেখছেন ন্যান্সি। এখন থেকে এই পেজের মাধ্যমে নিয়মিত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখবেন তিনি। তেমনই একটি ঘোষণা দিয়েছেন সম্প্রতি।

আগামীকাল থেকে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত তিনি ফেসবুক লাইভে থাকবেন। ভক্তদের সঙ্গে নিজের গান, কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি। পাশাপাশি ভক্তদের অনুরোধকেও প্রাধান্য দেবেন। এমন ঘোষণা ন্যান্সি ভক্তদের মাঝে বেশ সাড়াও ফেলেছে।

এরই মধ্যে এর বিপরীতে সবাই এ শিল্পীকে ধন্যবাদ জানিয়েছেন। বিষয়টি নিয়ে ন্যান্সি বলেন, আসলে আমার গান যারা পছন্দ করেন তাদের সঙ্গে যোগাযোগ রাখা আমি তেমনভাবে করতে পারি না। আমার করা হয়ে উঠে না। বিষয়টি নিয়ে আমি অনেক চিন্তা ভাবনাও করেছি। আমার শ্রোতাদের অভিযোগও ছিল অনেক দিনের। এবার সেই অভিযোগ আশা করছি দূর হবে।

আমি প্রতি বৃহস্পতিবার ফেসবুক লাইভে ৩০ মিনিট সময় দেবো ভক্ত-শ্রোতাদের। গানসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমার মনে হয় বিষয়টি শ্রোতারা বেশ উপভোগ করবেন।

 

Share Button

     এ জাতীয় আরো খবর