ডিটেকটিভ ডেস্কঃঃ
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে মামুন নামের একজনের অবস্থার উন্নতি হয়েছে, তাকে বাঁচানো সম্ভব বলে আশা করছেন শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল। সোমবার সকালে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান।
আবাসিক সার্জন জানান, ভর্তি থাকা দগ্ধ বাকি ১০ জনের অবস্থাই আশংকাজনক। তবে সবাইকেই সর্বোচ্চ আন্তরিকতার সাথে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে আরো একজনের মৃত্যু হয়। রোববার মৃত্যু হয় দুইজনের। তাদের মধ্যে মনিরের শরীর শতভাগ পুড়ে গিয়েছিল। আর আবুল বাশার মোল্লার ৯৭ শতাংশ পোড়া ছিল। মনির এবং আবুল বাশারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বর্তমানে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা সংকটাপন্ন। চিকিৎসাধীন ১১ জনের মধ্যে ৩ জনের শরীর ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। ৫০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে এমন আছেন ২ জন। বাকী ৫ জনের শরীর পুড়েছে ১৫ থেকে ৪৭ শতাংশ।