করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় ঔষধাগার- সিএমএসডির পরিচালক আবু হেনা মোর্শেদ জামান। সোমবার তার করোনা পজিটিভ ফল আসে।
এর আগে, ২৫ জুলাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিএমএসডির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদ উল্লাহ মারা যান।
বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল আবু হেনা মোরশেদ জামানকে সিএমএসডির পরিচালক নিয়োগ দিয়ে গত ২২ মে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।