এ.এম.রিজোয়ান, নোয়াখালী ঃঃ
মানুষের শ্রদ্ধা আর হৃদয় ভরা ভালোবাসা নিয়ে মাহবুবুর রহমান বাবুল শুক্রবার না ফেরার দেশে আপন বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন।
জানা যায়, গভীর রাতে অসুস্থ হলেই নোয়াখালী সদর হাসপাতালে ভর্তির পর চিকিৎসা অবস্থায় ২৮ আগষ্ট ১.৫০ ঘটিকার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন, মুক্তিযুদ্ধের এই সংগঠক, সমাজ সেবক মোঃ মাহবুবুর রহমান নেতা বাবুল ইন্নালিল্লাহি— ওয়াইন্নালিল্লাহি রাজিউন রাত ১০ ঘটিকায় মীরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জানাযা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী ও ৩ ছেলে সহ বহু গুগাহী রেখে যান। বিশিষ্ঠ সমাজ সেবক মোস্তাফিজ চেতনা মঞ্চের সাধারন সম্পাদক মাহবুবুর রহমানের বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় জানাজা নামাজে অংশ নেন বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জেলা সাধারন সম্পাদক সাবেক চেয়াম্যান আবদুল জলিল, ৯ নং মীরওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান সাজু, সাবেক চেয়ারম্যান- নুর রহমান, মোঃ দুলাল, মোঃ আলাউদ্দিন, জাতিয় পার্টির কেন্দ্রিয় নির্বাহী সদস্য ফজলে এলাহী সোহাগ, জাসদ নেতা আনোয়ারুল হক মানিক, ইউনিয়ন বি,এন পির সভাপতি মালন, আওয়ামীলীগ ইউনিয়ন শাখা সভাপতি আবুল হাসেম ভুঁঞা, সাধারন সম্পাদক নাছির উদ্দিন বাদল, নোয়াখালী আঞ্চলিক প্রেস ক্লাব সভাপতি এ এস এম রিজোয়ান, উপজেলা ক্রিয়া সংস্থার সচীব আবুল কালাম আজাদ, সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতা বাবুল এর মৃত্যুতে নোয়াখালী ৩ আসনের এমপি মামুনুর রশিদ কিরন, উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা শোক প্রকাশ করে তাহার পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন।