আন্তর্জাতিক ডেস্কঃঃ
যুক্তরাষ্ট্রে নাগরিক নিরাপত্তা ও পুলিশের নির্যাতনের বিরুদ্ধে সমাবেশে যোগ দিয়েছেন লাখো মানুষ। ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের সমাবেশকে বলা হচ্ছে, কমিটমেন্ট মার্চ: গেট ইউর নি অফ আওয়ার নিকস।
মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬৩ সালে এই স্থানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। সেই থেকে প্রতি বছর নাগরিক আধিকার আদায়ের দাবিতে সমাবেশ হয়ে আসছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বর্ণ সহিংতায় নিহত হন ৩ জন। সবশেষ ২৩ আগস্ট উইসকনসিনে পুলিশের গুলিতে আহত হন কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেক। জড়িত পুলিশদের বিচারের দাবিতে টানা বিক্ষোভ করে আসছে সাধারণ মার্কিনীরা।