জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্টে মশিউর রহমান (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার(২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের পৈরবাড়ি গ্রামে এঘটনা ঘটে । নিহত মশিউর রহমান ওই গ্রামের মো. সাখাওয়াত হোসেনের ছেলে এবং ঝাগড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মশিউর রহমান তার ঘরের বৈদ্যুতিক ফ্যান ঠিক করছিলেন । ফ্যান ঠিক করার সময় বিদ্যুতের তারের সাথে জড়িয়ে যায় সে। এতে ঘটনা স্থলেই সে মারা যায়।