September 21, 2024, 11:45 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

শিক্ষকদের দাবি পূরণের লক্ষ্যে বান্দরবানে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোটের স্বারকলিপি প্রদান

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি:
শিক্ষকদের দাবি পূরণের লক্ষ্যে বান্দরবানে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
২৩ আগস্ট  রবিবার দুপুরে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষা মহাজোটের আয়োজনে বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত শিক্ষক, শিক্ষিকাদের উপস্থিতিতে বান্দরবান জেলা প্রশাসক জেলা প্রশাসক মোঃ দাউদুল ইসলামকে তাদের দাবি পূরণের জন্য এই স্মারকলিপি প্রদান করা হয়।
বান্দরবান জাতীয়করণকৃত শিক্ষক মহা জোটের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান এর উপস্থিতিতে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এই সময় আরো উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত শিক্ষক মহাজোট বান্দরবান জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাদল কান্তি ধর, মোঃ মুজিবুর রহমান,  মোঃ আব্দুল মুবিন, মোহাম্মদ ইউনুস, এসএম মুহিবুল্লাহ করিম, নুরুল কবির সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
উল্লেখ্য যে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নির্ধারণের জন্য চাকরিকাল গণনা ও অন্যান্য সুবিধাদির প্রাপ্যতায় ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পত্রটি  প্রত্যাহারের দাবিতে বান্দরবান জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।
 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে ১৯৭৩ সালে
৩৬১৬৫ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছিলেন। আর তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬১৯৩ কি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের এর জাতীয়করণের আয়ত্তে আনে এবং ২০১৪ সালের ৯ মার্চ শিক্ষকদের দুই ধাপে বেতন বৃদ্ধির ঘোষণা করেন। সেজন্য সকল শিক্ষক সমাজ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে  অত্যন্ত কৃতজ্ঞতা। কিন্তু বর্তমানে সেই সকল জাতীয়করণকৃত শিক্ষকদের জ্যেষ্ঠতা, পদোন্নতি, সিলেকশন গ্রেড, ও প্রযোজ্য টাইমস্কেলের প্রাপ্ততার কথা থাকলেও তা প্রদান করা হচ্ছে না। এছাড়াও জাতীয়করণকৃত শিক্ষকদের বর্তমান অবস্থা ও প্রশাসন কর্তৃক জারীকৃত পত্রে  সৃষ্ট জটিলতা দেশে শিক্ষকদের মাঝে দারুন খোব সৃষ্টি করেছে।
তাই শিক্ষকদের দাবি এ সকল সমস্যা নিরসনের জন্য বর্তমানে ১২ আগস্ট ২০২০  তারিখে অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত টাইমস্কেলের পত্র বাতিল করে শিক্ষকদের সমস্যা নিরসন করা হোক।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর