October 9, 2024, 11:23 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

বারী সিদ্দিকীর ছেলে সাব্বির নতুন ছবিতে

বারী সিদ্দিকীর ছেলে সাব্বির নতুন ছবিতে

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেন প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী। তার অভিনীত এ ছবিটি এরইমধ্যে সেন্সরে জমা হয়েছে। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় খুব শিগগির ছবিটি মুক্তি পাবে বলে জানা যায়। তবে এ ছবি মুক্তির আগে সাব্বিরকে নিয়ে নতুন ছবির কাজ শুরু করার ঘোষণা দিলেন পরিচালক সৈকত নাসির। তিনি বলেন, ‘পাষাণ’ ছবিতে সাব্বির বেশ ভালো অভিনয় করেছেন। তাকে ভিন্ন লুকে দর্শক দেখতে পাবেন।

আর তার চেহারা, সংলাপ, অ্যাকশনেও নতুনত্ব খুঁজে পাবেন দর্শকরা। আর আমার নতুন ছবির কাজ কিছুদিন পরই শুরু করব। সেখানেও সাব্বিরকে নিব। তবে ছবির নাম এখনই জানাতে চাই না। এটুকু বলব, নতুন এ ছবিতে সাব্বিরকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আমার বিশ্বাস, সাব্বির নতুন ছবিতেও বেশ ভালো কাজ করবে। সাব্বির সিদ্দিকী নতুন ছবির বিষয়ে বলেন, আমার প্রথম অভিনীত ‘পাষাণ’ ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে। আর ভালো যে কোনো গল্পের কাহিনীতে আমি কাজ করতে রাজি আছি। সৈকত নাসির একজন ভালো পরিচালক। আর তার ছবিতে আমি প্রথম কাজের সুযোগ পেয়েছি। তাই ভালোভাবে নতুন কাজটিও আমি শেষ করতে চাই। সাব্বির ছাড়াও ‘পাষাণ’ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, কলকাতার অভিনেতা ওম, মিশা সওদাগর, শিমুল খান, বিপাশা কবির প্রমুখ।

উল্লেখ্য, সাব্বির সিদ্দিকী প্রয়াত জনপ্রিয় সংগীতশিল্পী বারী সিদ্দিকীর বড় ছেলে। রূপালী পর্দায় ক্যারিয়ার গড়তে চান এই তরুণ তুর্কি।

Share Button

     এ জাতীয় আরো খবর