January 13, 2025, 1:48 pm

সংবাদ শিরোনাম

ম্যাথুজ, কুসলের নাম প্রত্যাহার ত্রিদেশীয় সিরিজ থেকে

ম্যাথুজ, কুসলের নাম প্রত্যাহার ত্রিদেশীয় সিরিজ থেকে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ঢাকায় স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান ওয়ানডে সিরিজে আরেকটা ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। ইনজুরির কারণে অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুজের পর এবার ওপেনার কুসল পেরেরাও সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া অধিনায়ক ম্যাথুজ চলমান সিরিজে আর অংশ নেবেন না বলে শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে।

কেবলমাত্র ত্রিদেশীয় ওয়ানডে সিরিজই নয় বাংলাদেশ সফরে টেস্ট সিরিজেও ম্যাথুজের অংশগ্রহণ মেডিকেল দলের পরামর্শের উপড় নির্ভর করছে। গত রোববার জিম্বাবুয়ের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন ওপেনার কুসল। ত্রিদেশীয় সিরিজে দলের বাকি দুই ম্যাচে কুলকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। বাকি দুই ম্যাচে কুসলের বদলি হিসেবে ব্যাটসম্যান ধনঞ্জয়া ডি সিলভাকে দলে নেয়া হয়েছে। বাসস।

Share Button

     এ জাতীয় আরো খবর