ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ
দখলদার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ফিলিস্তিন ইস্যুকে অজুহাত হিসেবে ব্যবহারেরও কোনো অনুমতি আরব আমিরাতকে দেয়া হবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।ফিলিস্তিনি জাতির প্রতিনিধি হিসেবে জাহির করার কোন অধিকার সংযুক্ত আরব আমিরাতের নেই বলে মন্তব্য করেছেন তিনি।গতকাল ১৬ আগষ্ট ২০২০ ইং তারিখ রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে ফোনালাপে মাহমুদ আব্বাস এসব কথা বলেন। খবর ইরনার।আরব ও মুসলিম বিশ্বের যে দেশই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের উদ্যোগ নেবে তার বিষয়েই ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ এ ধরনের অবস্থান গ্রহণ করবে বলে হুশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ বলেছেন, ফিলিস্তিনের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পরিকল্পনাকে টিকিয়ে রাখতেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি সইয়ের উদ্যোগ নেয়া হয়েছে।তার এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিুনি প্রেসিডেন্ট এ হুশিয়ারি দিলেন।এদিকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘটনায় আরব ও মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।এর অংশ হিসেবে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আরব আমিরাতের দূতাবাসে হামলা হয়েছে। বহুসংখ্যক মানুষ এ হামলায় অংশ নিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ আগষ্ট ২০২০/ইকবাল