October 7, 2024, 4:49 am

সংবাদ শিরোনাম
স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষে বগুড়ায় বিএনপির মতবিনিময় সভা! লক্ষ্মীপুরে কুমিরের আতঙ্কে এলাকাবাসী সাংবাদিক পুত্র আবির হোসেন অনন্ত’র জন্মদিন আজ বিল্লাল হুসাইন

শিবগঞ্জে ১৩ হাজার হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণে জিকে ফাউন্ডেশনের কর্ণধার’ মেয়র প্রার্থী মনিরুল

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ ও হতদরিদ্র প্রায় ১৩ হাজার ব্যক্তির মাঝে খাবার বিতরণ করা হয়েছে । রবিবার ১৬ আগস্ট ২০২০ ইং দুপুরে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিবগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫ টি স্পটে শিবগঞ্জ পৌর এলাকার জিকে ফাউন্ডেশনের পরিচালক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ মনিরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
জাতীয় শোক দিবস উপলক্ষে এসব খাদ্য বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সৈয়দ নজরুল ইসলামসহ পৌর যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। অসহায় ও দুস্থদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণে সার্বিক সহযোগীতায় ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলামের হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন “তারুন্য” এর স্বেচ্ছাসেবী কর্মীরা ।
এসময় পৌরসভার বিভিন্ন স্পটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাদ্য বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনা সভাতেও অংশগ্রহন করেন সৈয়দ মনিরুল ইসলাম । এসময় তিনি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান ।
এছাড়াও ইতোপূর্বে শিবগঞ্জ পৌর এলাকার সর্বপর্যায়ের সমস্যাগ্রস্থ জনগনের পাশে সৈয়দ পরিবার ছিলেন ও আছেন উল্লেখ করে সামনের দিনগুলিতেও সকলের পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন মেয়র পদপ্রার্থী সৈয়দ মনিরুল ইসলাম।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর