তানভীর আহমেদ,চট্রগ্রামঃ
চট্টগ্রামে নগরীতে মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ ঔষুধসহ এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাব-৭। গত ১০ আগষ্ট ২০২০ ইং তারিখ সোমবার রাতে নগরীর পাহাড় তলী থানার মৌসুমি আবাসিক এলাকার মেসার্স সাহা ফার্মেসি থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তির নাম রামজীবন সাহা ওরফে আরজে সাহা (৫০)।তিনি রাজবাড়ী জেলার রাজবাড়ী থানার রবীন্দ্রনাথ সাহার ছেলে।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স সাহা ফার্মেসিতে অভিযান চালায় তারা।এ সময় ৪ হাজার ৮৮৩ পিস মেয়াদোত্তীর্ণ ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের ট্যাব লেট ও ১৫৭টি সিরাপ উদ্ধার করা হয়।পরে দোকানের মালিক ও এমবিবিএস ডাক্তার পরিচয় দেয়া রামজীবন সাহাকে আটক করা হয়। এ ব্যাপারে পাহাড়তলী থানায় মামলা করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৩ আগষ্ট ২০২০/ইকবাল