September 21, 2024, 1:56 pm

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

কুলিয়াচরে মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেনের কারসাজিতে ভুয়া প্রধান শিক্ষক কামরুল ইসলামের নিয়োগ বিহীন দায়িত্ব পালন

মোঃ জাকির হোসেন-ক্রাইম রিপোর্টার কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের  কুলিয়ারচর উপজেলাস্হ  জনতা আইডিয়াল জুনিয়র হাই স্কুলের নিয়োগ বিহীন ভূয়া প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম বিদ্যালয়ের কমিটি না থাকায় গত ০৫/০৬/২০২০ ইং তারিখে নিয়োগ সংক্রান্ত ভূয়া কাগজ-পত্র ও জাল বি.এড.সনদের মাধ্যমে  উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ অঞ্চল বরাবরে প্রধান শিক্ষক হিসেবে এমপিও ভুক্তিকরণের জন্য আবেদন করলে,জাল সনদের জন্য তার আবেদন বাতিল করা হয় এবং বি.এড.সনদ ছাড়া পুনরায় ২৭/০৬/২০২০ ইং তারিখে আবেদন করলেও বি.এড ডিগ্রি যোগ্যতার অভাবের জন্য আবারও তার আবেদন বাতিল করেন উপ-পরিচালক । গত জুন মাসের শেষে বিদ্যালয়ের কমিটি অনুমোদন হলে কমিটির সভাপতি মোঃ কামরুল ইসালমকে নির্দেশ প্রদান করেন প্রধান শিক্ষক হিসেবে তার নিয়োগ সংক্রান্ত সকল কাগজ-পত্র কমিটির নিকট উপস্হাপন করার জন্য এবং সভাপতির অনুমতি ছাড়া পুনরায় আবেদন দাখিল না করার জন্য কিন্তু মোঃ কামরুল ইসলাম গত ২৮/০৭/২০২০ ইং তারিখে সভাপতির অনুমতি ও প্রযোজ্য ক্ষেত্রে স্বাক্ষর ছাড়া ভূয়া নিয়োগ সংক্রান্ত কাগজ-পত্রের মাধ্যমে এমপিও ভুক্তির জন্য পুনরায় আবেদন দাখিল করলে বিদ্যালয়ের সভাপতি কুলিয়ারচরের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন কে অনুরুদ করেন মোঃ কামরুল ইসলামের কাগজ-পত্র অগ্রায়ণ না করার জন্য এবং তিনিও আশ্বস্ত করেন যে ভূয়া কাগজ-পত্রের আবেদন আর অগ্রায়ণ করা হবে না। অন্য দিকে গত ০৩/০৮/২০২০ ইং তারিখে বিভিন্ন অনিয়ম,দূর্নীতি ও ভূয়া নিয়োগ সংক্রান্ত কাগজ-পত্র তৈরীর অভিযোগে মোঃ কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেএ বিষয়ে তদন্তের জন্য কমিটি গঠন করে বিদ্যালয়ের কমিটি। গত ০৬/০৬/২০২০ইং তারিখে তদন্ত কমিটির উপস্হাপিত রিপোর্টে মোঃ কামরুল ইসলামের বিরুদ্ধে ২৪ লক্ষ টাকা দূর্নীতি ও নিয়োগ সংক্রান্ত মূল কাগজ-পত্রের  অস্হিত্বহীনতা উঠে আসে। তদন্ত রিপোর্টের আলোকে বিদ্যালয়ের কমিটি মোঃ কামরুল ইসলামের কোন প্রকার নিয়োগ অস্হিত্ব না থাকায় “স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকগণের চাকুরীর শর্ত বিধিমালা১৯৭৯” এর ১৫ ধারায় অব্যহতি প্রদান করেন।বিদ্যালয়ের কমিটি মোঃ কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত এবং অব্যহতি প্রদানের বিষয়টি কুলিয়ারচর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো আলতাফ হোসেন কে লিখিত ভাবে অবগত করার সত্ত্বেও তিনি ভূয়া কাগজ-পত্র দিয়ে এমপিও ভুক্তির আবেদন টি গত ০৯/০৮/২০২০ ইং তারিখ রাতে তরিগরি করে অগ্রায়ণ করেন এবং কিশোরগঞ্জ জেলা শিক্ষা অফিসারও পরের দিন সকালেই অগ্রায়ণ করেন।এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিধিমোতাবেক মোঃ কামরুল ইসলাম সাময়িক বরখাস্তকৃত এবং পরবর্তীতে অব্যহতি প্রাপ্ত কিন্তু তিনি তার উর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে নিয়োগবিহীন, ভূয়া ও অব্যহতি প্রাপ্ত ব্যক্তির কাগজ-পত্র অগ্রায়ণ করতে বাধ্য হয়েছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১১ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর