December 23, 2024, 8:13 pm

সংবাদ শিরোনাম
গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিক যাত্রা শুরু করল “চন্দ্রগঞ্জ জেনারেল হসপিটাল এন্ড ডায়াবেটিক সেন্টার

মোহাম্মদ হাছান,লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ বাজারে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল “চন্দ্রগঞ্জ জেনারেল হসপিটাল এন্ড ডায়াবেটিক সেন্টার”।অদ্য ১০ আগষ্ট সোমবার সকাল ১০টায় হাসাপাতালের হল রুমে এই উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বেসরকারী হাসপাতাল মালিক সমিতির সাধারন সম্পাদক ও উপশম হাসপাতালের চেয়ারম্যান     এবং এটিএন বাংলা এবং এটিএন নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি  সাংবাদিক মো. কাউছার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চন্দ্রগঞ্জ জেনারেল হসপিটাল এন্ড ডায়াবেটিক সেন্টারের চেয়ারম্যান ডা. মোঃ সালাউদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক, চন্দ্রগঞ্জ উন্নয়ণ সাংবাদিক ফোরামের সভাপতি এবং সিনিয়র সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বেসরকারী প্যাথলজি মালিক সমিতির সভাপতি ও কমফোর্ট ডায়াগনষ্টিক সেন্টার এর চেয়ারম্যান সাংবাদিক আব্বাছ হোসেন ও জেলা বেসরকারী প্যাথলজি মালিক সমিতির সাধারন সম্পাদক লুৎফুর রহমান কাজল ও জাতীয়পার্টির লক্ষ্মীপুর জেলার সহ-সভাপতি মো. সামছুদ্দিন পাটোয়ারী।এছাড়াও আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাজহারুল ইসলাম মামুন, ক্যামব্রিজ সিটি কলেজের প্রভাষক ও দৈনিক ভোরের দর্পণ এবং প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার প্রতিনিধি, চন্দ্রগঞ্জ উপজেলা উন্নয়ণ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মোহাম্মদ হাছানসহ আরো চন্দ্রগঞ্জ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।বর্তমানে শোকের মাস হিসেবে এবং হাসপাতালের উদ্ধোধন উপলক্ষ্যে আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা সেবা প্রধান করা হয়।অনুষ্ঠানে সাংবাদিক রফিকুল  ইসলাম জানান, চন্দ্রগঞ্জ জেনারেল হসপিটাল এন্ড ডায়াবেটিক সেন্টারে কখনো গলাকাটা ধরনের সেবা প্রদান করা হবে না। এখানে যথাসম্ভব চেষ্টা করা হবে বিনা কারনে সিজার না করে নরমাল ডেলিভারি করার জন্য এবং গরীব রোগীদের জন্য সব সময় বিশেষ সুবিধা রাখা হবে বলে তিনি জানান।

প্রাইভেট ডিটেকটিভ/১০ আগষ্ট ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর