October 9, 2024, 9:18 am

সংবাদ শিরোনাম
আসন্ন শারদীয়া দুর্গাপূজা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন ও জনগণের প্রীতি আহ্বান – পর্ব ৮ প্রশাসন সংস্থা ব্রিটিশ আইনের মাধ্যমে শাসন ব্যবস্থা চলতে পারে না-পর্ব ৭ মাতৃভূমির এক ইঞ্চি জমি ছাড় দেওয়া হবে না, পর্ব ৬ স্বাধীন সার্বভৌম মাতৃভূমি রক্ষা করতে হলে প্রতিটি ঘরে সেনাবাহিনী তৈরি করতে হবে(পর্ব-৫) আসন্ন শারদীয় দুর্গাপূজায় শান্তি শৃংখলা বজায় রাখার জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জামায়াত নেতা মাওলানা মমতাজ উদ্দিনের স্বাধীন সার্বভৌম মাতৃভূমিকে রক্ষা করতে হলে সশস্ত্র ট্রেনিং এর প্রয়োজন। বৈষম্য বিরোধী অভিভাবক ছাত্র শ্রমিক জনতা ঐক্য কমিটির (পর্ব- ৪) ভঙ্গুর রাষ্ট্রকে গড়তে হলে সংস্কার প্রয়োজন=== বৈষম্য বিরোধী অভিভাব ছাত্র শ্রমিক জনতা ঐক্য কেন্দ্রীয় কমিটির ব্যাংক কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোর পল্লী বিদ্যুত সমিতিতে অদ্ভুতুরে কাণ্ডকীর্তি ভোলা বোরহানউদ্দিনে প্রাথমিক সহকারি শিক্ষকগণের ১০ম গ্রেডের দাবিতে মানববন্ধন

অভিনয়ে চার দশক রোজিনার

অভিনয়ে চার দশক রোজিনার

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এক নায়িকার নাম রোজিনা। ১৯৭৭ সালে এফ. কবীর চৌধুরীর ‘রাজমহল’ চলচ্চিত্রে চিত্রনায়ক ওয়াসিমের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। শুটিং শেষ হওয়ার পর ১৯৭৮ সালের শুরুর দিকে এ চলচ্চিত্রটি মুক্তি পায়। ছবিটি সুপার ডুপার হিট হওয়ায় তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এরপর অসংখ্য ছবিতে জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করে পান জনপ্রিয়তা, সেই সঙ্গে তিনি অর্জন করেন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। নতুন এ বছরে অভিনয় জীবনের চার দশক পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রোজিনা বলেন, গত ৩০শে ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফিরেছি আমি। দেখতে দেখতে অভিনয় জীবনের অনেকগুলো বছর কেটে গেল। সেই ১৯৭৮ সালের শুরুতে আমার প্রথম চলচ্চিত্র ‘রাজমহল’ মুক্তি পায়। দিন তারিখটা এই মুহূর্তে মনে নেই। তবে বলতে গেলে এরইমধ্যে অভিনয় জীবনের ৪০ বছর অর্থাৎ চার দশক পূর্ণ হয়েছে। চলচ্চিত্রকে ঘিরেই আমার সব পরিকল্পনা।

নতুন চলচ্চিত্র পরিচালনা করার পরিকল্পনা রয়েছে আমার। আরও অনেক কাজ নিয়ে চিন্তা করছি। দেখা যাক কি হয়। সামনে চলচ্চিত্রের সুদিন দেখতে চান রোজিনা। অভিনয় জীবনের সফল দীর্ঘ ক্যারিয়ার নিয়ে সামনে কোনো অনুষ্ঠান করবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, ইচ্ছে তো আছে চলচ্চিত্রের সকলকে নিয়ে একটা গেট-টুগেদার অনুষ্ঠান করার।

তবে এটা নিয়ে এখনও কিছু ভাবিনি। দেখি সামনে সময় করে এ ধরনের একটি অনুষ্ঠান করব। প্রসঙ্গত, ‘চোখের মণি’, ‘সুখের সংসার’, ‘সাহেব’, ‘তাসের ঘর’, ‘হাসু আমার হাসু’, ‘হিসাব চাই’, ‘বন্ধু আমার’, ‘কসাই’, ‘জীবনধারা’, ‘সুলতানা ডাকু’, ‘মানসী’, ‘দোলনা’, ‘দিনকাল’, ‘রসের বাইদানী’, ‘জীবনধারা’, ‘রূপবান’, ‘আলোমতি ‘প্রেমকুমার’, ‘হামসে হায় জামানা’সহ তিনশ’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন রোজিনা। ১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ চলচ্চিত্রের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘জীবন ধারা’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় পুরস্কার পান। এ ছাড়া শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরস্কারও লাভ করেন। ১৯৮৬ সালে ‘হাম সে হায় জামানা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ড অর্জন করেন। ওই ছবিতে রোজিনার বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম। ১৯৮৪ সালে রোজিনা কো-প্রোডাকশনের চলচ্চিত্র ‘অবিচার’-এ মুম্বইর সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিপরীতেও অভিনয় করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর