মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ
ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ।১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি চলে যান না ফেরার দেশে।তবে কোটি ভক্তের অন্তরে তিনি আজও অমর হয়ে আছেন।এবার নিলামে উঠছে সালমান শাহের একটি টিশার্ট ও মাথার ব্যান্ড।তবে নিলামের তারিখ এখনো ঠিক হয়নি।১৯৯৪ সালে মুক্তি পায় গুণী নির্মাতা শিবলী সাদিক পরিচালিত মৌসুমী এবং সালমান শাহ ‘অন্তরে অন্তরে’ ছবি।সেই ছবিতে সালমান একটি লাল রঙের টিশার্ট ব্যবহার করেন।মাথায় পড়া ব্যান্ডটিও বেশ নজর কেড়েছিল।এতো বছর পরে সেগুলো নিলামে উঠছে। তাই আমার কাছে সেরা দামি জিনিস প্রিয় নায়কের টিশার্ট ও ব্যান্ড বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে অসহায়দের সাহায্য করবো।’নিলামের তারিখ এখনো ঠিক হয়নি।কোন প্লাটফর্ম থেকে কেনা যাবে এগুলো তাও ঠিক হয়নি।
প্রাইভেট ডিটেকটিভ/২১ জুলাই ২০২০/ইকবাল