September 21, 2024, 5:37 pm

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

শিবালয়ে প্রধান শিক্ষককে অবৈধভাবে হাতিয়ে নেয়া টাকা ফেরতের পুনঃনির্দেশ

মোঃ বিল্টু মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি :
শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিকট নেয়া বাড়তি টাকা ফেরত না দেওয়ায় পুন: নির্দেন প্রদান করা হয়েছে।গত ২৪ জুন নয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনকে ৭ দিনে মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া বাড়তি টাকা ফেরতে নির্দেন প্রধান করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ। কিন্তু প্রধান শিক্ষক টাকা ফেরতে না দিয়ে পত্রের মধ্যেমে গত ১ জুলাই জবাব দাখিল করেন। জবাবে টাকা ফেরতের বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা না করায় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও অ্যাডহক কমিটির সভাপতি বি এম রুহুল আমিন রিমন এ পুন:নির্দেশ দেন।উল্লেখ্য, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর নিকট থেকে দীর্ঘ কয়েক বছর যাবৎ বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আবুল কাশেম ও ছাত্রী অভিভাবক আঞ্জুয়ারা ইতিপূর্বে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও এ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি বরাবর অভিযোগ করেন।অভিযোগের ভিত্তিতে ইউএনও ফিরোজ মাহমুদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে ইউএনও বরাবর দেয়া প্রতিবেদনে ৮০৭ জন শিক্ষার্থীর নিকট থেকে অতিরিক্ত ৪শ’ টাকা হারে মোট ৩ লক্ষ ২২ হাজার ৮শ’ টাকা নেয়ার প্রমাণ পাওয়া যায়।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর