ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
শুরুটা সম্ভাবনাময় ছিল দুই ইনিংসেই। কিন্তু ভালো শুরুটাকে বড় ইনিংসে রূপ দিতে পারেনি কোনোটাতেই। তাতে আক্ষেপ কিছুটা আছে এনামুল হকের।তবে তৃপ্তির পাল্লা আরও বেশি ভারী। দল যেভাবে চেয়েছে, সেভাবে তো খেলতে পারছেন।
প্রায় তিন বছর পর এই ত্রিদেশীয় সিরিজ দিয়ে ওয়ানডে দলে ফিরেছেন এনামুল। এত দীর্ঘ সময় তার বাইরে থাকার একটা বড় কারণ ছিল, তার ব্যাটিংয়ের ধরন নিয়ে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের নেতিবাচক ধারণা। যে ধারণার মূল সুর ছিল, দলের চাওয়ার প্রতিফলন পড়ে না তার ব্যাটিংয়ে।
এই টুর্নামেন্ট তাই এনামুলের জন্য সেই ধারণা বদলে দেওয়ার চ্যালেঞ্জ। নিজেকে বদলে ফেলার প্রমাণ দেওয়ার সিরিজ। প্রথম দুই ম্যাচে বদলের ইঙ্গিত কিছুটা মিলেছে। রান করেছেন ১৯ ও ৩৫। তবে ব্যাটে যে আগ্রাসনের ইচ্ছে, যে তাড়না দেখা গেছে, সেটিতে দলের চাওয়ার ব্যাপারটিই ফুটে উঠেছে।
“টিম ম্যানেজম্যান্ট থেকে আমাকে স্বাধনীতা দেয়া হয়েছে নিজের মতো করে খেলতে। দল যেভাবে চাচ্ছে, চেষ্টা করছি সেভাবেই খেলার জন্য। আসলে স্বাধীনতা পেলে তো অবশ্যই ভালো লাগে। নিজেরটা আরও দেখানো যায় কতটুকু পারা সম্ভব, কতটুকু পারি।”
“দল যেভাবে চেয়েছে, সেভাবে চেষ্টা করছি। সবাই খুব সমর্থন করছে। সিনিয়ররা, তামিম ভাইয়ের থেকে শুরু করে মুশফিক ভাই, রিয়াদ ভাই, সাকিব ভাই, মাশরাফি ভাই সবাই খুব সাপোর্ট করছে। এটা খুবই ভালো লাগার বিষয়। আসলে সব সময় চেয়েছি দল যেভাবে চায় সেভাবে নিজেকে উজার করে খেলতে। দল যেহেতু খুশি আছে, তাই আমি নিজেও খুশি।”
আগে তার ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন থাকলেও এনামুলের দাবি, তিনি সবসময়ই দলের চাওয়া মতো খেলতে চেয়েছেন। এখনও খেলতে চান পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে।
“আমি সব সময় চেয়েছি যেভাবে দল চায় সেভাবেই ব্যাটিং করতে। আমার খেলাটা আমি যে কোনো সময় পরিবর্তন করতে পারব। কোনো সমস্যা নেই। যদি দেখা যায় উইকেটে অনেকগুলো তাড়াতাড়ি পড়ে গেছে, তখন যতুটুক পারব টেনে নেওয়ার চেষ্টা করব। টি-টোয়েন্টিতে যখন মারতে হবে, তখন চেষ্টা করব মারার। যদি টেস্ট ক্রিকেট হয় তাহলে চেষ্টা করব লম্বা সময় ব্যাটিং করার।”
“আমি আমার খেলা থেকে যে কোনো সময়ে বের হয়ে আসতে পারি। দল যেভাবে চাচ্ছে, সেভাবে খেলার চেষ্টা করেছি। যখন যেভাবে দল চায় সেভাবেই ব্যাটিং করার সামর্থ্য অর্জনের চেষ্টা করছি।”