ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ
মহামারী মরন ব্যাধী করোনাভাইরাসে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যু সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে।আর আক্রান্তের সংখ্যাও ১৮ লাখের বেশি।স্থানীয় সময় গতকাল ১০ জুলাই ২০২০ ইং তারিখ শুক্রবার ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু ৭০ হাজার ৪০০ জন।বেড়েছে আক্রান্তের সংখ্যাও। চব্বিশ ঘণ্টায় আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে ৪৫ হাজার নাম। তাতে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে মোট আক্রান্ত এখন ১৮ লাখের বেশি।ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান। ব্রাজিলে মৃত্যুর সংখ্যা গত ৩৫ দিনে দ্বিগুণ বেড়েছে।এর মধ্যে অবস্থায় ভয়াবহ সাও পাওলো ও রিও ডি জেনেরিওতে। সাও পাওলোয় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০০; আর রিওতে ১১ হাজার ২০০।ব্রাজিলে প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৫ জনের, যা যুক্তরাষ্ট্র বা স্পেন থেকে কম।গত চার সপ্তাহে প্রতিদিনই ব্রাজিলে গড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১১ জুলাই ২০২০/ইকবাল