September 21, 2024, 9:20 am

সংবাদ শিরোনাম
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত জীবাশ্ম জ্বালানীর ব্যবহার বন্ধে কুড়িগ্রামে জলবায়ু ধর্মঘট খুলনা দৌলতপুর রেলস্টেশন ও মহসিন মোড় কাঁচাবাজারে এলাকাবাসীর উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান সংসার রেখে ডলিতে আসক্ত কয়েছ৷ বিয়ে ছাড়াই এক সাথে বসবাস ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তিন লাখ জাল টাকা এবং জাল টাকা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ যশোরের সাবেক এসপি আশরাফুল সহ ১০ পুলিশের বিরুদ্ধে মামলা কুড়িগ্রামে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় প্রভাবশালীদের মৎস্য চাষ প্রতিষ্ঠার পর থেকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ক্ষেতলাল পৌরসভার বাসিন্দা উখিয়ায় রোহিঙ্গা শিবিরে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী আটক কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়নের ঘর বানিজ্য

ক্লু’লেস অপরাধ উদঘাটনে মৌলভীবাজার জেলা পুলিশের আরেকটি সাফল্য

রিপন মিয়া,মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ
রাজনগরে সংঘটিত ‘ক্লু’লেস নির্মম গণধর্ষন ও হত্যা মামলার ০৬ আসামী গ্রেফতার ও মূল রহস্য উদঘাটন করলো মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশ ।২৩ দিন পূর্বে মেয়েটির পরিচয় জানতে চেয়ে আমাদের পেইজে সকলের সহযোগিতা কামনা করেছিলাম। অবশেষে দীর্ঘদিনের একটানা পরিশ্রমে জট খুলল  ঘটনাটির।গত ১২/০৬/২০২০ তারিখে রাজনগর থানাধীন ২নং উত্তরভাগ ইউপিস্থ চাঁনভাগ দক্ষিন টিলা গ্রামে জনৈক মুকুল মিয়ার আকাশী গাছ বাগানের একটি গাছে অজ্ঞাতনামা মহিলার (১৮-২০) মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় । পুলিশ সুপার, মৌলভীবাজার জনাব ফারুক আহমেদ পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক মৌলভীবাজার সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে অফিসার ইনচার্জ আবুল হাসিম রাজনগর থানা, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম, এসআই/বিনয় ভূষন, এসআই/কালামসহ অন্যান্যদের নিয়ে গঠিত তদন্ত টিম ঘটনার মূল রহস্য উদঘাটনে ব্যাপক তদন্তে নামে।তদন্তেকালে জানা যায়, সিলেট থেকে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে সিলেটের সালমা বেগমের কাছ থেকে  শিপনের মাধ্যমে জামশেদ, হুমায়ন, জাহাংগীর, বাদশাগণ কথিত সুমিকে নিয়ে উত্তরভাগের গোলাপি বেগমের বাড়িতে নিয়ে আসে। সেখানে প্রলোভন দেখিয়ে সবাই মিলে গণধর্ষন করে গোলাপির বাড়িতেই রাখে। পরেরদিন আবার অসামাজিক কাজ করতে চাইলে সুমি(ছদ্মনাম) তাতে রাজি না হওয়ায় একপর্যায়ে তাকে সিলেটে পৌছে দেয়ার কথা বলে পার্শ্ববর্তী টিলার বাঁশঝাড়ের নিচে নিয়ে যায়। একপর্যায়ে তারা গলাচেপে শ্বাসরোধ করে হত্যা করে।  আসামীগণ শলাপরামর্শক্রমে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একে অপরের যোগসাজসে ভিকটিমের লাশ তার পরিধেয় ওড়না দিয়ে গলায় বেঁধে আকাশী গাছের সাথে ঝুলিয়ে রাখে।গ্রেফতারকৃত আসামীগণ  হলো  ১.জামশেদ মিয়া(৫২), পিতাঃ তরমুজ মিয়া, সাং- গয়াসপুর২. শেখ হুমায়ুন আহমদ (২৫) পিতা-মৃত শেখ আব্দুল কালাম আজাদ, ৩.বাদশা খাঁ (৩২) পিতা-হোসেন খাঁ, সাং-চাঁন্দবদন, শিপন মিয়া (৩০) পিতা-ইলাছ মিয়া, সাং-সৈয়দনগর (ভাঙ্গারহাট),৪. এনা বেগম @ গোলাপী(৩৫) স্বামী-মৃত সিরাজ মিয়া, বর্তমান স্বামী-মজিদ মিয়া, সাং-চাঁনভাগ (টিলাগাঁও) সর্বথানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার, ৫. সালমা বেগম (২৫) স্বামী-আব্দুল কাদির সাং-রনিখাই, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট। ৬. শিপন মিয়া(৩০) পিতাঃ ইলাছ মিয়া, সাং – সৈয়দনগর, রাজনগর। পলাতক অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে জামশেদ এবং এনা বেগম বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে। এই ঘটনার ভিকটিমের বিস্তারিত পরিচয়  উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে। রাজনগর থানায় এ সংক্রান্তে একটি  গণধর্ষন এবং হত্যা মামলা রুজু হয়েছে।
 প্রাইভেট ডিটেকটিভ/৮ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর