ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ
কোভিড ১৯-এ বিপর্যস্ত নড়াইলের মানুষের পাশে আস্থার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।নিজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিয়েছেন।চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন।দীর্ঘদিন এভাবে মানুষের পাশে থেকে করোনাভাইরাসে সংক্রমিত হন মাশরাফি।১৭ দিন হয়ে গেল করোনা থেকে মুক্তি মেলেনি তার। এর মধ্যেই জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফল অধিনায়কের সহধর্মিণী সুমনা হক সুমি।মাশরাফির বাবা গোলাম আলী মুর্তজা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সুমনা শারীরিকভাবে ফিট আছেন।ঢাকায় মাশরাফির সঙ্গে আছেন।গত ২০ জুন শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে মাশরাফির শরীরে।বর্তমানে ঢাকার নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন সবার প্রিয় ম্যাশ।বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির সঙ্গে স্ত্রী সুমনা হক সুমিও চিকিৎসা নিচ্ছেন।সুমির শারীরিক অবস্থা ভালো।মাশরাফির করোনা আক্রান্ত হওয়ার দুদিন পর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা (সেজার) করোনা আক্রান্ত হন।
প্রাইভেট ডিটেকটিভ/৭ জুলাই ২০২০/ইকবাল