ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬৩ জন, যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি।সংবাদমাধ্যমটি জানিয়েছে, করোনার প্রথম ধাক্কা সামলে নেয়ার পর এর সংক্রমণ বেশ কিছুদিন নিয়ন্ত্রণে ছিল ইরানে। আক্রান্তের দিক থেকে এখনও ১১তম অবস্থানে রয়েছে দেশটি।সম্প্রতি ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে প্রাণহানির সংখ্যা বাড়ছে। গত সোমবারই ১৬২ জনের মৃত্যুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছিল দেশটি। রোববারের মৃত্যু সে সংখ্যাকে অতিক্রম করেছে।ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬৩ জন, যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ইরানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭১ জন।আর্ন্তজাতিক ওয়ার্ল্ডওমিটারসে দেয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৫৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৪৩৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে এ পর্যন্ত মারা গেছে ১১ হাজার ৫৭১ জন। সুস্থ্য হয়েছেন ২ লাখ ১ হাজার ৩৩০ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৭ হাজার ৫৩৭ জন। এদের মধ্যে ৩ হাজার ১৬৮ জনের অবস্থা আশঙ্কাজনক।ইরানে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ফেব্রুয়ারিতে। এরপরই মৃত্যুপুরীতে পরিণত হয় দেশটি। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারান দেশটির বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্য।তথ্যসূত্র: আরব নিউজ, ভয়েস অব আমেরিকা
প্রাইভেট ডিটেকটিভ/৬ জুলাই ২০২০/ইকবাল