ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে প্রথমবারের মতো একদিনে দুই হাজারের বেশি মানুষ করোনা মহামারীতে মারা গেছেন।এ নিয়ে দেশটিতে ১১ হাজার ৯০৩ জনের মৃত্যু হয়েছে।এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতে এখন পর্যন্ত তিন লাখ ৫৪ হাজার ৬৫ জন অতিসংক্রামক ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে এক লাখ ৮৬ হাজার ৯৩৫ জন সুস্থ হয়ে ওঠেন।শুধু মহারাষ্ট্রেই ভাইরাসটিতে পাঁচ হাজার ৫৩৭ জনের মৃত্যু হয়েছে।রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮০৯ জন মারা গেছেন। রাজ্যের রাজধানী মুম্বাইয়ে মৃত্যুর সংখ্যা তিন হাজার ১৬৭ জনে দাঁড়িয়েছে।২৪ ঘণ্টায় ৪৩৭ জনের মৃত্যু নিয়ে গুজরাটকে ছাড়িয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজধানী দিল্লি। এখানে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৮৩৭ জনে দাঁড়িয়েছে।গুজরাটে মৃত্যু হয়েছে এক হাজার ৫৩৩ জনের। তামিলনাডুতে ৫২৮ এবং পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ৪৯৫ জনের।আক্রান্তের এ সংখ্যা নিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে ভারত। শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া ভারতের ওপরে অবস্থান করছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ জুন ২০২০ /ইকবাল