ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতে কোভিড-১৯ রোগী ৩ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ২৯০৩ জন শনাক্ত হয়েছেন।এ নিয়ে দেশটিতে মোট সংক্রমিত ৩ লাখ ৪ হাজার ১৯ জন।রাজ্যভিত্তিক হিসাবে মহারাষ্ট্রে সংক্রমিত ১ লাখ ১ হাজার ১৪১ জন। এর পরই তামিলনাড়ুতে সংক্রমিত ৪০ হাজারের বেশি।সংক্রমণের বিচারে বিশ্বের চতুর্থ ভারত। মোট মৃত ৮৪৯৮। একদিনে সর্বোচ্চ মৃত ৩৯৬ জন।গত ১১ জুন ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছে এক লাখ ৪৭ হাজারের বেশি মানুষ।একদিনে মহারাষ্ট্রে সংক্রমিত ৩ হাজার ৭১৭ জন। মৃত ১২৭। সংক্রমণের সংখ্যা ধরলে এই রাজ্যের মোট সংক্রমিত এক লাখ ছাড়াল। মৃত ২ হাজার ৪৪ জন।দিল্লির অবস্থা আরও শোচনীয়। জুলাইয়ের শেষে সংক্রমিতের সংখ্যা লক্ষাধিক ছাড়াবে।এমনটাই আশঙ্কা রাজ্যের আপ সরকারের।তবে দিল্লি সরকার বলেছে, তারা লকডাউন বাড়াবে না। সূত্র: এনডিটিভি।
প্রাইভেট ডিটেকটিভ/১৩ জুন ২০২০ /ইকবাল